ණණপ্রকৃত ইসলামী আন্দোলন কারা করছে চিনতে চান?

লিখেছেন লিখেছেন তারুণ্য ১২ এপ্রিল, ২০১৩, ১২:৪১:২৬ দুপুর

আওয়ামিলীগের দিকে লক্ষ্য রাখুন।

এরা যাদের প্রতি সন্তুষ্ট থাকবে বুঝবেন

তারা পূর্ণাঙ্গভাবে ইসলামী আন্দোলন

করছেনা।

যে কোনো এক দিক

দিয়ে তাতে অপূর্ণতা রয়ে গেছে।

অপর দিকে নাস্তিক্যবাদী আওয়ামী সরকার

যাদের বিরোধিতা করছে এরাই প্রকৃত

ইসলামী আন্দোলন করছে।

কারণ, প্রকৃত নাস্তিকতাবিরোধি আন্দোলন

নাস্তিক্যবাদীরা কখনো সহ্য করবেনা।

যেমন দেখুন, জামাতে ইসলামী প্রথম থেকেই

নাস্তিকদের আতঙ্করূপে কাজ করছে। এখন একই

উদ্যেশ্যে মাঠে নেমেছে হেফাজতে ইসলাম।

উভয়ের লক্ষ্য যেহেতু এক

সুতরাং জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলা

মৌলিক কর্মকাণ্ডে মিল তো থাকবেই

এবং থাকাটা যুক্তিসঙ্গত।

আগে এই পথে জামাতে ইসলামী একাই ছিলো।

এই

'একা' দলকে সামাল

দিতে যাদেরকে সর্বদা আতঙ্কাবস্থায়

কাটাতে হতো তারা কি সহ্য করবে একই মিশন

(আল্লাহর আইন প্রতিষ্ঠা) বাস্তবায়নের দল

হেফাজতে ইসলামকে?

তাই ইতিমধ্যে এদেরকে নিয়ে কানাঘোষা শুরু

হয়ে গেছে। আগামিতে তা নির্যাতনের রূপ

নেবে যদি তারা এই পথে অবিচল থাকেন।

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File