একেই বলে বাক স্বাধীনতা! !!!
লিখেছেন লিখেছেন ইন্নো_৭১ ১২ এপ্রিল, ২০১৩, ১১:০১:০৪ সকাল
“ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই।
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়।“
আব্দুল লতিফের গানটা আজ খুব মনে পড়তেছে। আগে ছিলাম পরাধীন, আর এখন স্বাধীন দেশের নাগরিক হয়ে সেই স্বাধীনচেতা কথা বলতেই পারি না। কথায় কথায় শিকল পরিয়ে দিচ্ছে ওরা! ওরা কারা? ... ... ...
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছি। — at @ নির্বাক নীড়, ধানমন্ডি, ঢাকা।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন