মওদুদীর পিন্ডী চটকানো পোস্ট

লিখেছেন লিখেছেন দাঁড়িপাল্লা ১৩ আগস্ট, ২০১৩, ১১:৩৭:২৩ সকাল

দেওবন্দের অনুসারীরা এক পোস্ট দিয়েছে মওদুদীর পিন্ডী চটকানো পোস্ট ।

আমি তাঁদের কাছে প্রশ্ন করতে চাই মওলানা মওদুদীর কথার সাথে আপনাদের ইগো জনিত সংঘর্ষ দিয়ে কেন সারা মুসলিম সমাজ নষ্ট করতে চান ?

আপনারা তো নিজেরা ঘোষনা দিয়ে দেওবন্দের অনুসারী । আল্লাহর নাজিল করা কোরআনে বা রাসুল (সাঃ) এর হাদীসে কোথায় বলা আছে যে দেওবন্দীরাই সঠিক ?

মওদুদী ফেরকা আর দেওবন্দীরা কি বোরকা ?

যা ভুল পাবেন বলেন আমরা যারা জামাতের রাজনীতিতে নাই তারা তো মানতে পারবো সংশোধন হতে পারবো। সঠিক কথা জানান ।

আপনারা বললেন তাকে বাদ দিলে এক হতে পারি বলতে পারলেন না কোরআনের শিক্ষার উপর সুদৃঢ় হলে এক হতে পারি । অর্থাৎ কোন ভাবেই এক হবার কোন ইচ্ছা আপনাদের নাই -- আপনাদের ইচ্ছা মওদুদীকে হারানো তাকে পচানো যা কোন মুসলমান কখনো করে না ।

আপনারা কি করে নিশ্চিত হলেন যে আল্লাহ মাওলানা মওদুদী সাহেবের চেয়ে আপনাদের বানানো ব্যাখ্যা বেশী পছন্দ করেন?

আগে উনার লেখা বইগুলো পড়ে বুঝেন তার পর কথা বলুন।

সব সাহাবীর মর্যাদা এক নয়। সাহাবীদের সাথে আমাদের তুলনা হয় না কিন্তু এক সাহাবীর সাথে আরেক সাহাবীর তুলনা কেন করা যাবেনা? তাঁদের বুঝতে হলে আমাদের তা করতে হবে।

সব সাহাবী সিদ্দিক উপাধী পান নাই একজন পেয়েছিলেন।

সব সাহাবী আশারায়ে মুবাশশারাহ নন মাত্র দশ জন ।

তুলনা তো তখনই করা হয়েছে। সেটা উল্লেখ করলে দোষ ? নাকি যার তা বোঝেনা অন্ধ আবেগ দিয়ে ধর্ম ব্যাখ্যা করে নিজেদের মর্যাদাবান ভাবে তাঁদের ইমান ও বুদ্ধির অভাব?

( Lulu Akhtar Banu Sugandhi)

বিষয়: বিবিধ

২৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File