পর্দা সহকারে নারীরা কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে তো কোন বাধা নেই --- আল্লামা শফি
লিখেছেন লিখেছেন অদৃশ্য ছায়া ১১ এপ্রিল, ২০১৩, ১২:২৫:৩২ দুপুর
পর্দা সহকারে নারিরা কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে তো কোন বাধা নেই --- আল্লামা শফি
প্রশ্নঃ হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে , দাবি মানা না হলে নারীদের কর্মক্ষেত্রে উপস্থিতি সহ্য করা হবে না , এমন প্রচারনা চালানো হচ্ছে , এ প্রসঙ্গে আপনার বক্তব্য কি?
আল্লামা শফিঃ নারী পুরুসের দৃষ্টিকটু অবাধ মেলামেশা বন্ধ করার দাবির অর্থ এই নয় যে নারীরা কর্মক্ষেত্রে জেতে পারবে না বা ঘর থেকে বের হতে পারবে না , আমাদের উদ্দেশ্য হচ্ছে নগ্নতা ও বেহায়াপনা বন্ধ করা , আমরা তো নারীর পক্ষে বলছি , ইসলাম নারীর নিরাপত্তা ও শাস্তির জন্য হিজাব প্রথা বাদ্ধতামুলক করেছে কাজেই পর্দা সহকারে নারীরা কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে কোন বাধা নেই , ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে তো নারীর ন্যায্য অধিকার নেই , শাহবাগে যেভাবে নারী পুরুষ একসাথে রাত জাপন , অবস্থান ও বেহায়াপনা হয়েছে তা একটি জাতির জন্য ভয়াবহ পরিনতি বয়ে আনবে , কাজেই আমাদের কথা পরিস্কার যে হিজাব বা শালিনতার সাথে নারীর কর্মক্ষেত্রে জেতে কোন বাধা নেই , নারী নীতির কুরআন ও সুন্নাহ বিরোধী ধারাগুলো আমরা সংশোধনের কথা বলেছি , তা ছাড়া দেশে ভাস্কর্যের নামে আবক্ষ মানব বা জীব জন্তুর মূর্তি তৈরি এবং ফুল দিয়ে সেসবকে সম্মান প্রদর্শনের যে রেওয়াজ শুরু হয়েছে তাগ ৯০ ভাগ মুসলমানের দেশে কখনও কাম্য হতে পারেনা , ইসলাম মূর্তি তৈরি ও সম্মান প্রদর্শন কে স্পষ্টভাবে শিরক ঘোষণা করা হয়েছে , তবে আমরা কখনো প্রানহীন শিল্পকর্মের বিরোধী নই, মোমবাতি প্রজ্বলন , অগ্নিপুজক ও পশ্চিমাদের সংস্কৃতি । এটা এ দেশে নতুন করে প্রচলনের জোর চেষ্টা চলছে , কাজেই আমাদের দাবী নিয়ে বিভ্রান্তি ছড়ানো বা বিরোধিতার কোন সুযোগ নেই
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন