এই শহরের পাড়ায় পাড়ায়
লিখেছেন লিখেছেন কাইয়ূম আবদুল্লাহ ২৬ এপ্রিল, ২০১৩, ১২:০৩:১৬ রাত
এই শহরের পাড়ায় পাড়ায়
চোখ জুড়ানো ভবন দাঁড়ায়
যাদের রক্ত-ঘামে
পদে পদে জীবন ক্ষয় হয়
তারপরও না পায় বিনিময়
শোষণও না থামে।
এই শহরের পাড়ায় পাড়ায়
সুরম্য সব অট্টালিকায়
যাদের হাতের ছোঁয়া
তাদের কেউ মানুষ না কয়
জীবন যুদ্ধেও হয় পরাজয়
সরল-সোজা বুয়া।
এই শহরের পাড়ায় পাড়ায়
কারো পাশে কেউ না দাঁড়ায়
মিছে মায়ার ছল
বনানী আর বারিধারায়
সূর্যদীঘল দালান ছায়ায়
অভাবীদের ঢল।
এই শহরের পাড়ায় পাড়ায়
কারো যেন নেই কোনো দায়
সবকিছুতেই খল
ভয়াবহ সব দুর্ঘটনায়
শত শত মানুষ হারায়
চোখ করে টলমল।
বিষয়: সাহিত্য
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন