কবিতা, জীবনের হিসাব
লিখেছেন লিখেছেন Md.Kawsar Uddin Chowdhury ২৬ আগস্ট, ২০১৮, ০৬:১৮:২৫ সন্ধ্যা
জীবনের হিসাব
মোঃ কাওছার উদ্দীন চৌধুরী
+++++++++++++++++++
জীবনের হিসাবটা কষে দেখি নীল,
কতকাল কেটে গেছে নেই কোন মিল।
শৈশব কৈশোরের বেহিসাবি দিন,
যৌবনে বেড়ে গেছে অযাচিত ঋণ।
সকাল দুপুর যায় জীবনের সন্ধ্যায়,
আহাজারি চিরকাল চেতনার বন্ধ্যায়।
সময় ফুরিয়ে যায় দেখে যাই নির্বাক,
কোথা হতে কি হয় বিস্ময়ে হতবাক।
দিনরাত চুপচাপ করি শুধু ভাবনা,
সেইসব দিনরাত আর ফিরে পাবো না।
জীবনেতে সুখ হাসি মিশে আছে কষ্ট,
আলেয়ার পিছু ছুটে সবি আজ নষ্ট।
বিষয়: বিবিধ
৬৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্বাক হতবাক
ভাবনা পাবোনা এই দুইগায় শুধু একটু দূর্বলতা ছিল
মন্তব্য করতে লগইন করুন