বাম রাজনীতি ও কিছু কথা
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ৩১ ডিসেম্বর, ২০১৫, ১১:১১:৩১ সকাল
আজ কোন এক ব্লগের একটা লেখা পড়লাম, যাতে বামদের খুব গুনগান শুনলাম, ব্লগারের দাবী বাংলাদেশে একমাত্র বামরাই নাকি বুঝে শুনে রাজনীতি করে। লেখক বা লেখিকার দাবী, বামরাই অন্য রাজনীতিতে গিয়ে অন্যদের ধন্য করেছে।!!
আসলে বাম পচা নিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই বা ছিল না। তবু দু'একটা কথা বলা একান্তই দরকার। ব্লগারের দাবী অনুযায়ী বামরা অন্য দলে গিয়ে অন্য দলকে ধন্য করেছে। হিসাবটা কি আসলেই খুব সোজা নয়কি বুঝা গেল বামরা যতই আদর্শ কপচায় সবচে বড় আদর্শহীন এরাই। বামরা মার্কস লেলিন বাদের একটা শব্দ আউড়িয়ে অন্যদের গালি দেয় সেটা হলো বুর্জুয়া। বামদের সে শব্দটা দিয়েই প্রশ্ন করি, বাংলাদেশে কোন বামটা শেষ বয়সে এসে বুর্জুয়া হয়নি। আমার ছোট বেলায় আমার এক সিনিয়র ভাই জাসদ করতেন, কিছুটা তাত্বিক আর নেতা গোছের ও ছিলেন। একবার আমাকে খুব আফসোস করে বলেছিলেন, "আবুসাইদ, দুঃখের বিষয় হলো, যারা শ্রমিকের অধিকারের কথা বলে শ্রমিক নেতা হয়, তারাই শ্রমিকদেরকে আবার শোষন করে। বুর্জুয়াদের সমালোচনা করে তারাই আবার বুর্জুয়া হয়।
বাংলাদেশের একসময়ের এক বড় সাবেক বাম নেতা তাঁর মেয়ের বিয়েতে সবচে' বেশী বিলাসিতা করেছেন। অধিকাংশ বাম নেতাই, শেষ বয়সে এসে প্রচন্ড বিলাসিতায় মত্ত হয়েছেন। ইনু মেননরা এখন হজ্জও করেন, বিলাসিতার কথা বাদই দিলাম। যে ইনু মেননরা ইউনিয়নের মেম্বার ও হতে পারেননি তারা এখন পাওয়ারফুল নেতা। বিশ্বের বড় মাস্তান পুতিনের আশ্রয়ে তাঁরা এখন তত্ব কপচান।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথায় বলে "পাগলের সুখ মনে মনে"
ওরা এসব বলে মনে মনে সুখ পেতে চেষ্টা করে মাত্র!!
ওদের ব্যাপারে কথা বলা মানেই সময় নষ্ট!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন