এদের হৃদপিন্ড থাকলেও এরা বিবেক নাই
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ০১ নভেম্বর, ২০১৫, ০৯:০২:৪৭ রাত
নিহত দিপনের বাবা আবুল কাশেম ফজলুল হক বলেছেন, উনি পুত্র হত্যার বিচার চান না। হত্যাকাণ্ডটি রাজনৈতিক। তাঁর এ হৃদয় ভাঙা মন্তব্যের পর আওয়ামী লীগ নেতা হানিফ অত্যন্ত অমানবিক একটা মন্তব্য করেছেন। দেশের সার্বিক পরিস্থিতিতে আর সরকারের নির্বিকার নিষ্ঠুর রসিকতায় কোরআনের সুরা আ'রাফের ১৭৯ আয়াতটাই শুধু স্মরণ করতে চাই, "আমরা জ্বিন এবং মানুষের মধ্যে কিছু লোককে জাহান্নামের জন্য তৈরি করেছি, যদিও এদের রক্ত মাংসের হৃদপিন্ড আছে তারপরও এদের বিবেক বুদ্ধি কিছু নাই, তারা এই হৃদপিন্ড দিয়ে কিছুই বুঝে না, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা আসলে কিছুই দেখেনা, যদিও এদের কান আছে কিন্তু এই কান দিয়ে আসলে তারা কিছুই শোনে না। এরা আসলে চতুষ্পদ জন্তুর মত, না, না, এরা আসলে চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। এরা আসলে গাফেল, বেখবর, ভোগ বিলাসে এতই মাতোয়ারা দে কোন কিছুরই এদের বোধদয় নাই।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন