একটি শোক সংবাদ
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৬:৫৮ সকাল
আপনাদের জ্ঞাতার্থে একটি দুঃসংবাদ দিতে হচ্ছে। আমি আমার গত লেখাতেও ডঃ জামাল বারজিঞ্জির কথা লিখেছিলাম। ডঃ জামাল বারজিঞ্জি আমার জীবনে পাওয়া গুটি কয়েক অসম্ভব ভাল গুনী জ্ঞানী মানুষদের একজন। একান্ত মুরুব্বী। মুসলিম উম্মাহর একজন অবিসংবাদিত নেতা, কর্ণধার। সফল সংগঠক, চিন্তানায়ক। আমি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে, মুসলিম উম্মাহর সে মুরুব্বী ডঃ জামাল বারজিঞ্জি গতকাল শনিবার ইন্তেকাল করেছেন। আজ রবিবার তাঁর জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে। এজন্য সচেতন মুসলিম উম্মাহর সাথে আমি বেদনাহত। তাঁর ইন্তেকাল পুরা বিশ্বের সচেতন মুসলমানদের জন্য একটি বেদনার সংবাদ। আল্লাহ পাক তাঁকে জান্নাত নসীব করুন। তাঁর সুকর্মসমূহকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ পাক যেন, নতুন জেনারেশনের মধ্যে এমন লোক সৃষ্টি করেন, তারা যেন, তাঁর রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করতে পারেন।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমেন করে নিন এবং আমাদের জন্য অধিক উত্তম শিক্ষক মঞ্জুর করুন!!
মন্তব্য করতে লগইন করুন