তাসাউফ বা সুফীবাদ প্রসঙ্গ

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ২৬ মে, ২০১৫, ১২:৩৬:১৫ রাত

গত সপ্তাহে ইসলাম, মানবতাবাদ জাতীয় আমার একটা ফেইসবুক পোস্টিং এর প্রেক্ষাপটে দু'একজন বিদগ্ধ বন্ধুজন তাসাউফ বা সুফীবাদ প্রসঙ্গ এনেছে। এব্যপারে দু'টি বিষয় স্পষ্ট করা প্রয়োজন মনে করছি (১) এ লেখার আগে পরে বা প্রেক্ষাপটে তাসাউফ বা সুফীবাদ বিষয়টা আমার চিন্তায়ও আসেনি। (২) আমি সুফীবাদ পন্থীও নই, সুফীবাদ পরিপন্থিও নই। সুফীবাদকে আমি পৃথিবীদের আদিগন্ত অবস্থিত হাজারো মতবাদ, দর্শন বা জীবনধারার মত আরো একটা মতবাদ, মতাদর্শ কিংবা জীবনধারা হিসেবেই মনে করি। এ ব্যাপারে আমার কোন অনুরাগ বিরাগ নেই। তবে সুফীবাদের শাব্দিক অর্থ, সুফীবাদীদের দাবী অনুযায়ী সুফীবাদের অর্থ যদি পরিশুদ্ধি হয় তাহলে আমি মনে করি এই পরিশুদ্ধি আমাদের জীবনেরই একটি অংশ। পবিত্র কোরআনে তাযকিয়ার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। হাদীসে ইহসান বলা হয়েছে। যে নামেই আমরা ডাকি, আত্নার পরিশুদ্ধি একটা মেীলিক বিষয়। জৈষ্ঠ মাসের দরকার নাই, আমাদের দরকার আম খাওয়া।

তবে আমার বক্তব্যের মূল কথা হলো, ইসলামকে আমরা জীবন পদ্ধতি এবং জীবনধারার বাইরে নিয়ে যেতে পারবো না, কোরআন এবং হাদীসের কয়েকটি উদ্ধৃতি দিয়ে নিজস্ব ব্যাখ্যা প্রদানের মাধ্যমে। কোরঅানের হাদীসের অহরহ উদ্ধৃতি এবং এর মনমত নিজস্ব ব্যাখ্যাটাই আমাকে প্রচন্ড বিরক্ত করে। এবং আমি এটাকে জঘন্য মনে করি। আমি এ ধরনের একদেশদর্শীতা, একগুয়েঁমী, চরমপন্থীতার বিরোধী। ইসলাম আমাদের জীবনেরই একটি অংশ। ইসলাম ১৪-১৫শত বছরের একটি ঐতিহ্য ও। আমাদের যাঁরা উত্তরসূরী ছিলেন, যুগে যুগে যে সব মহাপ্রাণ ব্যাক্তিরা আমার এই ঐতিহ্যকে চিরঞ্জীব করে গেছেন সে সব মহাপ্রাণদের অবদানকে আমরা জানতে হবে এবং সম্মান জানাতে হবে। কোরআন হাদীস থেকে অজু কালাম না জেনে, কোরআন হাদীসের প্রেক্ষাপট না জেনে ফতোয়াবাজী বন্ধ করা দরকার।

হ্যাঁ, অাজকে একটা উদাহরন এসে গেল। আমার একসময়ের উস্তাদ অধ্যাপক হাফিজ হিজবুল্লাহ, আজ শবে বরাত নিয়ে কয়েকটি হাদিস পোস্টিং দিয়েছেন তাঁর ফেইসবুক স্ট্যটাসে। শবে বরাত নিয়ে মতবিরোধ রয়েছে ওলামাদের মধ্যে। এটা নিয়ে বাড়াবাড়ি করা যেমন ঠিক নয়, এটার বিরোধীতা করাও বাড়াবাড়ী। কেয়াম বে কেয়াম, দ্দোয়াল্লিন যোয়াল্লিন নিয়ে এবং শবে বরাত নিয়েও আমরা বাড়াবাড়ি যথেষ্ট দেখেছি, এবার একটু বন্ধ হওয়া দরকার।

শবে বরাত নিয়ে আমার বিশেষ মন্তব্য হলো, শবে বরাত আমাদের সংস্কৃতিরই অংশ। ইসলামপন্থীদের সকল বিষয়ে না, না মানষিকতা তাদেরকে শুধু কোনঠাসাই করবে।

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322538
২৬ মে ২০১৫ রাত ০১:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
322859
২৭ মে ২০১৫ দুপুর ০৩:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
শবে বরাত এর বিষয়ে কিন্তু বিশেষ প্রমান নাই যতটুক আছে সেটা ব্যাক্তিগত ইবাদতের বলে শুনেছি। আসলে আমরা উভয় দিকেই বেশি বাড়াবাড়ি করে ফেলছি। চট্টগ্রাম শাহি জামে মসজিদ এর মরহুম ইমাম আবদুল আহাদ মাদানি সাহেব এর সম্পর্কে বলেছিলৈন শবে বরাত সম্পর্কে যদিও নির্দিষ্ট কিছু নাই কিন্তু এত মানুষ মসজিদে ইবাদত করতে আসে সেটা ভাল লাগে তাই তাদের সহায়তা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File