মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভুমিকা ঃ
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ০৯ অক্টোবর, ২০১৪, ০৬:৫৪:০৩ সকাল
"কোলকাতার সেই ব্রিটিশ রচিত দুর্গ ফোর্ট উইলিয়ামের অন্ধকুপ থেকে আমি মুক্তি পেয়ে জনাব তাজউদ্দিন সাহেবের সাথে সাক্ষাত করতে যাই।
দেশের সাধারণ শান্তিপ্রিয় জনগনকে হিংস্ত্র দানবের মুখে ঠেলে দিয়ে কোলকাতার বালিগঞ্জের আবসিক এলাকার একটি দ্বিতল বাড়ীতে বসে প্রধানমন্ত্রী (আওয়ামী লীগ নেতারা), তাঁর মন্ত্রীসভা সহকারে নিরাপদে তাস খেলছিলেন দেখে আমি সে মুহুর্তে কেবল বিস্মিতই হইনি, মনে মনে বলছিলাম 'ধরণী দ্বিধা হও'। ধরণী সেদিন দ্বিধা না হলেও আমি কিন্তু সেদিন থেকেই আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি চরমভাবে আস্থাহীন এবং বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। এর ফলাফল ব্যাক্তিগতভাবে আমার জন্য মঙ্গলজনক না হলেও, আমি আমার সকল ক্ষতিকে নীরবে মাথা পেতে নিয়েই আওয়ামী লীগের এই দায়িত্বহীন, উদাসীন এবং সেীখিন মেজাজসম্পন্ন নেতৃত্বের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম অব্যহত রাখার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে পড়েছিলাম। দেশ ও জাতির স্বার্থে বাস্তবেও আমি করেছি তাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তার সাক্ষী। (প্রাগক্ত পৃষ্ঠা ৪৪)
বিষয়: বিবিধ
১৪০১ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
(অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, মেজর (অবঃ) এম. এ জলিল, ইতিহাস পরিষদ কর্তৃক প্রকাশিত, অষ্টম প্রকাশ জুলাই ২০০৯ পৃষ্ঠা ৪৪)
আওয়ামীলীগারদের ইতিহাস- লজ্জা ও কালিমাভরা
মন্তব্য করতে লগইন করুন