আসিফ মহিউদ্দিন এর একটি লেখা পড়ে
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ১৭ অক্টোবর, ২০১৩, ০৯:৩১:৩৪ সকাল
এই লেখাটা আসিফ মহিউদ্দিনের একটা লেখা পড়ে। কমেন্ট হিসেবে লিখেছিলাম। কিন্তু পোষ্ট করতে গিয়ে দেখি উদারমনা, প্রগতিশীল আসিফ মহিউদ্দিন আমাদের কোন কমেন্টের সুযোগ রাখেননি। অাসিফ মহিউদ্দিনকে ফলো করেও দেখলাম কমেন্টটা পোস্ট করতে পারলাম। তাই এখানেই পোষ্ট করলাম। কোন পাঠক যদি আসিফ মহিউদ্দিনের ব্লগে লেখা বা কমেন্ট করার অধিকার থাকে, অনুরোধ রইলো আমার কমেন্টটা আসিফ মহিউদ্দিনকে পেীঁঁছে দিবেন।
কথার মধ্যে কিছু সুন্দর যুক্তি আছে। বাস্তবতার ছোঁয়া আছে। কিন্তু প্রশ্ন হলো আপনার মত এত যুক্তিবাদি কথায় কথায় মাদ্রাসা মাদ্রাসা টেনে আনাটা একটু অযেীক্তিক হয়ে গেল না কি? আপনিই বলেছেন, অাপনিও গরু খান, মুরগী খান, জীব খান, আমিও খাই, আমি আপনার মত পৃথিবীর কোটি কোটি মানুষই খায়, বেশির ভাগ মানুষই খায়, কিছু নিরামিষভোজি ছাড়া প্রায় সবাই খায়। আর খেতে হলে হত্যা করেই খায় সবাই তাই বলে আপনার মত যুক্তিবাদি মুসলমানদের দিকে একটু বেশী অঙ্গুলি নির্দেশনা একটু বেশী হয়ে গেল না কি। অাপনি মুসলমানদেরকে এই খুনের দায়ী করলেন, অথচ আমার জানা মতে ইসলাম বারবার তাগিদ দিয়েছে যে, জবাইর সময় যেন পশুর কষ্ট না হয়। আসিফ সাহেব, আপনার নাম ইদানিং স্বভাবতই অনেক শুনেছি, কিন্তু আগে কোন লেখা পড়িনি। আজ পড়লাম। আপনার লেখার হাত ভাল, সাহিত্য বোধ আছে, যুক্তি আছে। লেখাপড়াও কিছু আছে। তবে অনুরোধ রইলো, একটু ভেবে দেখবেন, ইসলামকে মাদ্রাসাকে আপনাকে একটু বেশীই ঘৃণা করছেন এবং কিছুটা অহেতুক। মুসলমানদের মধ্যে সমস্যা নাই এমন বোকার মত কথা আমি বলছিনা। মাদ্রাসায় সমস্যা নাই সেটাও বলার মত বেকুব আমি নই, তবে কষ্ট পাই আপনাদের বাড়াবাড়িটা একটু বেশী দেখে। মুসলমানদের মন আছে, মন আছে, ভালবাসা আছে, আপনারা সেটা দেখেননি সেটা আপনাদের ব্যর্থতা। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন