টুডে ব্লগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে...

লিখেছেন লিখেছেন লাকিবয় ০৮ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:২২ রাত

খুব বেশিদিন নয় তবে, ভালো সময় ধরে আমি টুডে ব্লগের পাঠক। আমি অনেক ব্লগের নিয়মিত পাঠক ছিলাম। কিন্তু, তাদের অনিরপেক্ষ আচরণ আমাকে তাদের প্রতি বীতশ্রুদ্ধ করেছে। আমি সবসময়-ই ভালো ব্লগের খোঁজে। 'টুডে ব্লগে'র মডারেটরদের প্রতি কৃতজ্ঞ, কারন তারা তাদের নিরপেক্ষতা অত্যন্ত দক্ষতার সাথে বজায় রেখেছেন। কোন ব্লগার অন্য ব্লগারকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ লেখা এই ব্লগে দেখা যায় না।

সবশেষে আমি 'টুডে ব্লগ'এর মডারেটরদের বিশেষ ধন্যবাদ দিচ্ছি এতো সুন্দর একটি মুক্তমনা ব্লগ উপহার দেয়ার জন্য।

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File