ব্লগারস্ফিয়ারে আমার প্রথম আইডেন্টিটি দ্বন্দ!
লিখেছেন লিখেছেন আব্দুল মোহাইমেন ০৭ এপ্রিল, ২০১৩, ০৭:১৮:০৭ সন্ধ্যা
বিডিটুডেতে আজকে এসে সাইন-আপ করতে যেয়ে দেখে আমার নামে ব্লগ একাউন্ট আছে। এই নামটি আমি সকল ব্লগে ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে এই নামটি না পেয়ে মন খারাপ হয়ে গেলো। সামু বলেন, সোনার বাংলাদেশ বলেন আর চতুর্মাত্রিক বলেন - আমার আইডেন্টিটি মোহাইমেন ছিলো। কিন্তু এই ব্লগে আর সেটা পেলাম না
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন