হযরত খুবাইব (রা) বললেন, আল্লাহর কসম আমি আমার পরিবারের মধ্যে নিরাপদে অবস্থান করি আর রাসূল (সা) এর গায়ে সামান্য আঁচড়ও লাগুক তা হতে পারেনা।

লিখেছেন লিখেছেন ইকবাল আহমদ সিদ্দিকী ১৩ এপ্রিল, ২০১৩, ০২:৪২:৫০ দুপুর

হযরত খুবাইব (রা) কে শুলে ছড়িয়েছে কাফেররা। তিনি আরজ করলেন, আমি দু' রাকাত নামাজ পড়তে চাই। কাফেররা অনুমতি দিলেন।

এরপর তাঁকে বলা হলো, তোমার জায়গায় মুহাম্মদ কে আনা হোক আর তুমি মুক্তি পাও এটা কি তুমি চাও?

তিনি বললেন, আল্লাহর কসম আমি আমার পরিবারের মধ্যে নিরাপদে অবস্থান করি আর রাসূল (সা) এর গায়ে সামান্য আঁচড়ও লাগুক তা হতে পারেনা।

ইতিহাস ফিরে আসে যুগে যুগে। আজ একজনকে রাসূলের প্রতি ভালবাসা দেখাতে গিয়ে গ্রেফতারের আগে দু' রাকাত নামাজ নাকি পড়তে চেয়েছিলেন, কিন্তু দেয়া হয়নি।

তাহলে কি কাফেরের চেয়েও অধম হয়ে গেল এরা ?

দেশপ্রেমের কথা বলে দেশকে দুই ভাগ করলে কোনো সমস্যা হয়না, কিন্তু যে রাসূল (সা) কে নিয়ে মৃত্যুর পর কবরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই রাসূলের প্রতি প্রেম দেখাতে গিয়ে দেশ দু'ভাগ হয়ে গেলে বড় সমস্যা হয়ে যায়। এরকম দেশপ্রেমিক ছিলাম না, হবও না ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File