মাওলানা শফীর "মাইয়ারা স্কুলে যাইওনা" ও প্রগতিশীলদের "শিক্ষকরাও মানুষ"।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৯ জুন, ২০১৪, ০৭:০২:৪৬ সন্ধ্যা



ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকদের নিরাপদ মনে করা হয়। কিন্তু বাস্তবতা হলো নিচের ঘটনার মত।

দেড় শতাধিক ছাত্রীকে ধর্ষনের হোতা পান্না মাষ্টার গ্রেপতার।

প্রাইভেট পড়ানোর নামে ছাত্রীকে ধর্ষণ : ভিকারুন নিসার শিক্ষক পরিমলের বিরুদ্ধে ধর্ষিতার মায়ের সাক্ষ্য

ছাত্রীদের সাথে যৌৌন কেলেঙ্কারী, ডাঃ শামীম ওএসডি

আবারও ছাত্রী ধর্ষণ: পরিমল, পান্না মাষ্টার, ভজন সিকদারের পর এবার অলক সাহা

ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ রাউজানে আরেক পরিমল!

শিক্ষক ইমাম বিএসসি স্কুল থেকে বহিস্কার

ধর্ষক শিক্ষক পান্নার পর এবার সাজেদুরের যৌন কেলেঙ্কারী

খুলনায় যৌন কেলেঙ্কারীর দায়ে অভিযুক্ত শিক্ষক দীপক মজুমদার বরখাস্ত

শিক্ষক কতৃক প্রশিক্ষণার্থী যৌন হয়রানীর শিকার

ছাত্রী উত্ত্যক্তকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উন্মাদ শিক্ষক বাহলুল - See more at: http://tazakhobor.com/bangla/education/6177-2013-06-29-06-03-44#sthash.s1daEhYX.dpuf

জয়পুরহাটের স্কুল ছাত্রীকে যৌন হয়রানী: প্রধান শিক্ষক বরখাস্ত

স্কুলছাত্রীকে ধর্ষণের পর ‘বিক্রি’?

উপরের ঘটনাগুলি নিয়ে কয়েকটি প্রশ্নঃ

১। শিক্ষকরা কি মানুষ নয়? ছাত্রী দেখলে কি তাদের লালা আসবে না?

২। তুলনামূলকভাবে মুসলমানদের তুলনায় হিন্দু শিক্ষরা কেন এগিয়ে?

৩। কোন সরকারের আমলে শিক্ষকরা পাঠদানের পরিবর্তে যৌনচর্চায় বেশী মনোযোগী হয়?

৪। তাদের রাজনৈতিক আদর্শ কি?

৫। তাদের চেতনায় কে থাকে?

৬। তারা কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না?

শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়ে থাকে সেই শিক্ষকদের লালসার শিকার হচ্ছে ছাত্রীরা। অভিভাবকদের আস্থার শেষ জায়গাটুকু ধ্বংসের পথে। এর জন্য কি শিক্ষকরা দায়ী না আমাদের শিক্ষা ব্যাবস্থা বা সমাজ ব্যাবস্থা?

একজন সদ্য পাশ করা শিক্ষকের সাথে শেষবর্ষের ছাত্রের জ্ঞান গরিমার পার্থক্য কতটুকু।এই শিক্ষকের বয়স বাড়ার সাথে সাথে বিষয়ের বাহিরে আর কতটুকু জ্ঞান ,বিবেক বৃদ্ধি পেতে পারে। আমাদের কি সরকারীভাবে সে ধরনের আয়োজন আছে? ছাত্রাবস্থায় যে সুপ্ত কাম বাসনা শিক্ষক হওয়ার সাথে সাথে সেটা তো উবে যায় না বরং অবারিত সুযোগ হাতছানি দেয়।

সুযোগের অভাবেই সব পুরুষই ধর্ষক নয় বরং অধিকাংশেরই মনের কোনে মানিক, পরিমল ও পান্না মাষ্টারে মত স্বাদ নেয়ার বাসনা লুকিয়ে রাখে। এখানে শিক্ষক কর্তৃক প্রকাশিত ধর্ষনের কয়েকটি লিঙ্ক দেয়া হল। কিন্তু অপ্রকাশিত অসংখ্য ঘটনা ঘটে যার মধ্যে অধিকাংশ হয় সমঝোতার মাধ্যমে। ভিডিও চিত্রে পান্না মাস্টার কাউকে ধর্ষন করেছে এমনটি হয়নি বরং ছিল সমঝোতা।

আমরা যদি দিল্লীর দিকে তাকাই সেখানে প্রতি ঘন্টায় ১১ জন ধর্ষিত হয় যার কারনে দুষ্ট লোকেরা ইন্ডিয়ার নাম পরিবর্তন করে বলে রেন্ডিয়া। অনেকে মনে করতে পারেন রেন্ডি থেকে কি এই শব্দের উৎপত্তি। আসলে Rape India র সংক্ষিপ্ত রুপ। প্রশ্ন হতে পারে দিল্লীতে ধর্ষনের হার ক্রমবর্ধমান হারে বাড়ছে কেন।

দিল্লী ধর্মনিরপেক্ষতা বা স্যাকুলারিজমের আঁতুড় ঘর। বাংলাদেশের জাফ্রিকবাল, মুতামামুন,শাহরীয়ার কবির ও ইনুদের মত অসংখ্য প্রগতিবাদী, নারীবাদী,মানবতাবাদীও ধর্মনিরপেক্ষতাবাদীদের রাস্তার অলিগলিতে পাওয়া যায়।

এই সঙ্খ্যার আধিক্য তাদেরকে প্রগতির স্বর্নশিখরে পৌছে দিয়েছে যার উপজাত(by product) হিসেবে নারীর সম্ভ্রম হানি ঘটছে কিংবা ধর্ষনের হার বৃদ্ধি পাচ্ছে। এই প্রগতিবাদীরা পর্নস্টার সানি লিয়নি যখন বলে " Rape is nothing but surprise sex" তখন তারা রা পর্যন্ত করে না বরং মনের গহীনে পুলকিত বোধ করে।

বাংলাদেশের সংস্কৃতি রবীন্দ্র প্রভাবিত ও ভারত হয়ে পশ্চিমা সংস্কৃতির দিকে ধাবিত। ধর্মনিরপেক্ষতাবাদীরা আমাদেরকে মুসলমান পরিচয়ের পরিবর্তে বাঙ্গাল পরিচয় দিতেই প্ররোচিত করে যার ফলে আমাদের চিরন্তন ধর্মীয় মুল্যবোধের পরিবর্তে প্রগতির নামে ধর্মহীনতা কিংবা ধর্ম্নিরপেক্ষতার মাধ্যমে সমাজ ব্যাবস্থা ভেঙ্গে দিচ্ছে যার কুফল হিসেবে শিক্ষক এখন ধর্ষক।

বিষয়: বিবিধ

২১৫৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232906
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
232907
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
সুশীল লিখেছেন : মাইনাস
232935
০৯ জুন ২০১৪ রাত ০৮:৪১
০৯ জুন ২০১৪ রাত ০৮:৫২
179626
আবু জান্নাত লিখেছেন : এই রকম করতে না পারলে ছাত্রলীগ হওয়া যায় না।
০৯ জুন ২০১৪ রাত ০৮:৫৫
179627
মাজহার১৩ লিখেছেন : good bolechen.
232944
০৯ জুন ২০১৪ রাত ০৮:৫৬
চোরাবালি লিখেছেন : মেয়েদের জ্ঞান স্বল্পতাকে কাজে লাগিয়ে যদি ভোগ মাস্তিতে কেও বাধা দেয় তা হলে তো তাদের লাগবেই
০৯ জুন ২০১৪ রাত ০৯:০০
179633
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ
০৯ জুন ২০১৪ রাত ১০:০৯
179688
হতভাগা লিখেছেন : মেয়েদের জ্ঞান স্বল্প !

পুরাই মাথা আউলাইয়া দিলেন ম্যান ।
232984
০৯ জুন ২০১৪ রাত ১০:১০
ধন্যবাদ লিখেছেন : সুন্দর সংগ্রহ প্রিয়তে রাখলাম. আল্লাহ যেন আমাদের দেশটাকে বোনদের জন্য নিরাপদ স্থল হিসেবে কবুল করেন.
১০ জুন ২০১৪ সকাল ১১:০২
179828
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য।
232995
০৯ জুন ২০১৪ রাত ১০:১৬
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ছবিগুলো না দিলে কি হতনা!
১০ জুন ২০১৪ সকাল ১১:০৪
179830
মাজহার১৩ লিখেছেন : আমাদের হাটে বাজারে যান এর থেকেও দুরাবস্থা।
খোলা তেতুলের সাথে আমার আরো খারাপ ছবি দেয়া দরকার ছিল, টুডে ব্লগ না হলে তাই করতাম।
233085
১০ জুন ২০১৪ রাত ০২:৫৩
ইবনে আহমাদ লিখেছেন : ধর্ষণ করে বাকশালী রা আর দোষ হয় ইসলামপন্থীদের। এটা এমন যে, খায় দায় জব্বার আলী আর দোষ হয় চিকন আলীর।
১০ জুন ২০১৪ সকাল ১১:০১
179826
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ মুল্যবান মন্তব্য করার জন্য।
233136
১০ জুন ২০১৪ সকাল ০৯:৫৩
মুর্শিদউল আলম লিখেছেন : যে সমাজে ভাল মানুষেরা চুপ থাকে, সেখানে এরকম হবেই। আমাদের সমাজে অবক্ষয় মহামারী রূপ ধারণ করেছে। ‍যা সমাজের প্রতিটি স্তম্ভকে কুরে কুরে খাচ্ছে। নীতিহীন বা অনৈতিকতাশ্রয়ী শিক্ষা ব্যবস্থার কুফল আমরা পলে পলে পেতে শুরু করেছি। সামাজিক আন্দোলন শুরু করা দরকার, মানুষকে সচেতন করা জরুরী হয়ে পড়ছে।
১০ জুন ২০১৪ সকাল ১১:০৫
179831
মাজহার১৩ লিখেছেন : একটু একটু শুরু করেছি নিজস্ব পরিসরে।
233197
১০ জুন ২০১৪ দুপুর ১২:১৯
ইমরান ভাই লিখেছেন : এরা হচ্ছে কাইল্যা চোরা। নিজেরাই চুরি করে নিজেরাই বলে কে চুরি করলো? Thumbs Up
১০ জুন ২০১৪ দুপুর ১২:৪০
179852
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ
১০
233239
১০ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
মুহামমাদ সামি লিখেছেন : দুঃখজনক। এখন যেন এক মহামারীর নাম ধর্ষণ।
নৈতিকতার বিলোপ এবং ধর্মীয় অনুশাসন মেনে না চলার কারণেই এ অবক্ষয়। মনে হয়না কোন ধর্মই ধর্ষণকে সাপোর্ট করে।
ধন্যবাদ আপনাকে।।
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
179904
মাজহার১৩ লিখেছেন : ধর্মনিরপেক্ষতা মানে যে ধর্মহীনতা যখন পর্যন্ত এই জাতির আবালবৃদ্ধবনিতা হৃদয়ংগম করতে না পারবে এবং এর বিরুদ্ধে সোচ্চার হবে ততদিনে কপালে দুঃখ আছে।
আজ ইসলাম প্রতিষ্টার চেয়েও ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধেই জিহাদ ঘোষনা করা উচিত না হয় একদিন তুরস্কের কামাল আতাতুর্কের শাষনামলের মত বাঙলায় আজান দিতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File