মোস্তফা সরওয়ার ফারুকীর ৪২০ নাটক ও আওয়ামী রাজনীতি।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৮ মে, ২০১৪, ১১:২৪:৩৯ সকাল
মুস্তাফা সরওয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ৪২০তে গ্রামের ভাসমান মন্টু ও কিসলু নামে ২ ছিচকে চোর কিভাবে ঢাকা শহরে এসে ক্ষমতাসীন দলের লেজ ধরে নেতা বনে যায় তার বাস্তব চিত্র এ ধারাবাহিকটি। নেতা বনার পর শুরু হয় দখল। প্রথমে বাড়ি দখল, তারপর নারী দখল। তাদের কাছে রাজনীতি মানে দখল। বাড়ি, নারী, গদি সব কিছু দখল করাই তাদের কাজ।
বাংলাদেশের রাজনীতিতে দখল একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যে দল ক্ষমতায় আসে, তাদের তস্য চামচাটিও দখল করতে শুরু করে। গাড়ি, বাড়ি, নারী, অফিস, আদালত, সমিতি, মাঠ, ঘাট, স্টেশন, মসজিদ, মন্দির সহ কোন কিছুই তাদের দখলের বাইরে থাকে না। এই দখলের মাধ্যমে মাত্র ৫ বছরের মধ্যে কোন বৈধ পেশায় না থেকেও কোটিপতি বনে যায় একেক জন। একটু চোখ কান খোলা রাখলেই আমাদের চারপাশে এমন অনেক কোটিপতি আমরা দেখতে পাব।
এই মন্টু ও কিসলু রাজনীতির মারপ্যাচ বুঝে ওঠার আগেই ওয়ার্ড সভাপতি পদের লোভে নিজ দলের সিনিয়র নেতা ওয়ার্ড সভাপতি পাপ্পুকে খুন করে ।
তারপর মহানগর সভাপতি কামাল ভাইয়ের কাছে থানা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কিসলু বলে ভাই এ কেমন রাজনীতি, নিজ দলের লোককে নিজেরাই মাইরা ফালায়।
সাম্প্রতিক আওয়ামী রাজনীতির এই গোপন চরিত্র দিনের আলোর মতে পরিষ্কার হয়েছে প্যানেল মেয়র নজরুল ও সম্ভাব্য এমপি প্রার্থী একরামের খুনের মধ্য দিয়ে।
আপনার যারা নাটকটি দেখেনা নাই তারা দেখে নিবেন তাহলে আওয়ামী রাজনীতির ধারাপাত রপ্ত করতে পারবেন।
বিষয়: বিবিধ
২১৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন