আওয়ামী লীগের ফাঁদে জামায়াত-শিবির।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৫:২৮ সন্ধ্যা



১২ তারিখেঃ কাদের মোল্লা খুন।কারন --

১৩ তারিখেঃ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।

১৪ তারিখেঃ বুদ্ধিজীবি দিবস।( বুদ্ধজীবি দিবস কেন্দ্রিক রাজনীতির নিরাপদ সুযোগ)।জামায়াত নীতিগত ভাবে শান্ত থাকবে। তখন গোপালী পুলিশ দিয়ে সুযোগ পেলে খুন ও গ্রেফতার করবে। আন্দোলন কারীর সংখ্যা কমবে।

১৫ তারিখঃ

বি এন পি কোন কর্মসূচী দিতে পারবেনা। জামায়াত একা আন্দোলন করবে, এই দিনও একই ভাবে শিবির নিধন ও আটক হবে

১৬ তারিখঃ বিজয় দিবস। আবার রাজনীতি করার সুযোগ পাবে। নেতা কর্মীর মনোবল চাংগা হবে। স্বাভাবিক রাজনীতির গতি পালটে দিতে অস্বাভাবিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে। মিডিয়া প্রস্তুত। ভিডিও এবং ছবি এডিটিং সম্পন্ন। হানিফের গলার স্বর পরিবর্তন হয়েছে কারন নির্বাচনের আগেই সঙ্খ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জাতীয় পার্টিকে দোদুল্যমান অবস্থায় রেখেছে।

১৭ তারিখ ঃ পালটা আক্রমনের ছক রেডি। বড় ধরনের নাশকতার নাটক করতে পারলেই সাধারন মানুষের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে আবারও গনজাগরন মঞ্চ তৈরী করবে।

জামাত শিবির যদি কাদের মোল্লার জন্য আত্মাহুতি দিয়ে ডেডিকেটেড নেতাদের খুন ও গ্রেফতার হতে দেয় তাহলে আওয়ামী লিগের ফাঁদে আটকা পড়বে।

এখন এই ফাঁদ থেকে কিভাবে বের হবে---

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File