বিডিআর কেন বিজিবি(বিডিআর হত্যার নেপথ্য)
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২১ আগস্ট, ২০১৩, ০৯:০৩:৫৭ রাত
২০০১ সালের ১৮ই এপ্রিল। বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী সংঘর্ষে এদিন নিহত হয়েছিলেন ১৮ জন ভারতীয় সীমান্ত রক্ষী। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গ্রাম বড়াইবাড়িতে এই সংঘর্ষের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক এক কঠিন সংকটের মুখে পড়ে।
বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষের নজির আর নেই। ভোররাত থেকে ছয়ঘন্টা টানা সংঘর্ষ চলার সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে জরুরী কথাবার্তা চলছিল। কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরই কেবল তারা পিছু হটে।
পরবর্তিতে হাসিনা সরকার ভারতকে খুশী করার জন্য এবং গোপনে ক্ষমা চাওয়ার জন্য তাড়াহুড়া করে ভারত যান হাত পা ধরে ক্ষমা চেয়ে এসে সাথে সাথে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানকে অনত্র বদলী করে ভারতকে বুঝিযে দিয়েছেন যে শাস্থির ব্যাবস্থা করা হয়েছে
ঘটনা এখানেই শেষ হলে হয়তো মেনে নেয়া যেত কিন্তু ভারত হয়তো সেইদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন বিডিআর আর রাখা যাবেনা কারণ বিডিআর এর জওয়ানরা তাদের দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারপর হয়ে গেল বিডিআর হত্যাকান্ড, কাটা দিযে কাটা তোলা হল, বাংলাদেশ থেকে চলে গেল ৪৭জনে চৌকশ সেনা নায়ক, সেই বিডিআর আর নেই, সেটা এখন বিজেবি হয়ে বন্দুক এর নল এখন আর ভারতমুখী নেই, বন্দুক এর নল এখ নিজের দেশের দিকে, পাখীর মতো গুলি করে নিজের ভাইদের মারছে এখন
ভারত বেশ কয়েকবার এই উপজেলা দুটি দখল নেবার চেষ্টা করেছে, বারবার অনুপ্রবেশ করেছে, বিডিআর যান বাজী রেখে আটকে দিয়েছে বারবার, সেই বিডিআর আজ আর নেই
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন