শিশুদের অরক্ষিত রেখে পালিয়ে যান নেতারা
লিখেছেন লিখেছেন জয় বাঙলা ০৭ মে, ২০১৩, ০৩:০৪:২৯ দুপুর
পুলিশ, র্যাব ও বিজিবির সম্মিলিত বাহিনী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অবস্থানে অভিযান চালায় গত রোববার দিবাগত রাত আড়াইটায়। হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা এ সময় অবস্থান কর্মসূচিতে ছিলেন না। তাঁরা অভিযানের আগে কিংবা পরপরই তাঁদের হাজার হাজার কর্মীকে ফেলে রেখে দ্রুত অবস্থানস্থল ত্যাগ করেন। এমনকি বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ‘বড় হুজুর’রা (মাদ্রাসার প্রধান শিক্ষক) তাঁদের সঙ্গে নিয়ে আসা হাজার হাজার শিশু মাদ্রাসাছাত্রকে অরক্ষিত রেখে মতিঝিল এলাকা ছেড়ে যান। ছাত্রদের বেশির ভাগই ছিল আহত। অবস্থানে অংশ নেওয়া শত শত শিশুকে অচেনা শহরের মতিঝিল ও তার আশপাশের গলিতে রক্তমাখা শরীরে দিগিবদিক ছুটে বেড়াতে দেখা গেছে। তাদের চোখে-মুখে ছিল আতঙ্ক। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই শিশুদের নিরাপদে অবস্থান ত্যাগ করতে সাহায্য করেছেন। সোমবার ভোরে সরেজমিনে মতিঝিল এলাকায় এসব চিত্র দেখা গেছে।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন