আমাদের সরকার এবং নাস্তিক
লিখেছেন লিখেছেন অরন্য ০৪ এপ্রিল, ২০১৩, ০৯:৫৯:৩৫ রাত
আমাদের সরকার খুব বিপদে আছে মনে হয়।বিপদ নিজেই নিজের কাঁধে এনেছে।এটা আমি সহ সকল সাধারণ মানুষ প্রতিনিয়ত বলছে।শাহবাগ এর এই নাটক কেন মঞ্চস্থ করা হলো বিনা টিকেটে তা আমি এখনো বুঝতে পারিনি।উল্টো টাকা দিয়ে দেখতে বাদ্ধ করা হয়েছে ওদের বেহায়াপনা,প্রথমে সাধারণ মানুষ এটাতে কিছুটা সমর্থন দিলেও পরে তা আর সমর্থন পায়নি।সরকার চেয়ে ছিলো নাস্তিকদের দিয়ে কিছু একটা পরি পূর্ণ করতে আর তা হচ্ছে কথিত যুদ্ধাপরাধিদের বিচার।এটা আমরা সবাই জানি যে যাদের যুদ্ধাপরাধি মামলায় আটক করা হয়েছে তারা কেউ ই আসলে যুদ্ধাপরাধি ছিলো না।এখন তো প্রশ্নই উঠেনা।যখন আওয়ামী সরকার এরশাদ কাকুকে ক্ষমতা থেকে নামাতে জামাতের সাথে এক হয়ে ছিলো।তখন কেউ যুদ্ধাপরাধি ছিলো না।যত্তসব ফাইজলামি।সব কিছু মিলিয়ে সরকার এখন মহা মছিবতে আছে।যাদের দিয়ে ফায়দা লুটতে চেয়ে ছিলো তাদের ই এখন গ্রেফতার করছে সরকার।আল্লাহই ভালো জানেন এই নাস্তিক বাদি সরকার নতুন কি প্লান নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে তবে এটাতে আমি বিশ্বাস আমাদের প্রিয় ধর্ম ইসলামের হেজত আল্লাহ নিজেই করবেন।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন