ধ্বংসের দ্বারপ্রান্তে শিক্ষা ব্যবস্থা

লিখেছেন লিখেছেন হিজোল ১৬ এপ্রিল, ২০১৩, ১২:০২:৩১ রাত

কিছুই বলছেন না শিক্ষামন্ত্রী ।

গত সমাপনি , জেএসসি/জেডিসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা এবং গত কযেকদিন আগে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন পত্র পাশসহ নকলের যে মহোৎসব হয়ে গেল এর জবাব কি ? কেন এর জবাব না দিয়ে অন্য পথে হাটছিন মাননীয় শিক্ষা মন্ত্রী । এর মাহাত্য কি .বলবেন মাননীয় শিক্ষামণ্ত্রী ?কেন এতসব বুলি আওরিয়ে যাছ্ছেন আর শিক্ষা ব্যবস্থার ১২টা বাজাচ্ছেন । আচ্ছা বলুনতো জেএসসি পাশ করলে কি কোন চাকুরি পাওয়া যায় ? বা এই সার্টিপিকেট টা কোন চাকুরী ক্ষেত্রে চাওয়া হয় ?

যদি না হয তাহলে কেন এত কোটি কোটি টাকা খরচ করে এই পরীক্ষাটা নেয়া হচ্ছে ? এর কারনে যে কত শিশু ৮মশ্রেণি পার হতে না পেরে ঝরে পরছে ।

বিষয়: সাহিত্য

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File