রাবিতে আলোচনা সভায় বক্তারা বঙ্গভঙ্গের সুদূরপ্রসারী ফলের কারণেই আজকের বাংলাদেশের জন্ম হয়েছে
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১৭ অক্টোবর, ২০১৪, ০৭:১৭:০৯ সন্ধ্যা
রাবি রিপোর্টার : বঙ্গভঙ্গের ১০৯তম বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বৃটিশরা নিজেদের শাসন সুবিধার জন্য ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করলেও এ অঞ্চলের শোষিত-বঞ্চিত জনগোষ্ঠীর জন্য তা সুদূরপ্রসারী ফল বয়ে নিয়ে এসেছিল। এর ফলে এ অঞ্চলের অবহেলিত মুসলিমরা পূর্বের যে কোন সময়ের চেয়ে অধিক সুসংগঠিত হবার সুযোগ পায় এবং অধিকার সচেতন হয়ে উঠে। পরবর্তীতে বঙ্গভঙ্গের চেতনাই ১৯৪৭ এর দেশভাগ এবং ১৯৭১ এর স্বাধীনতা অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ২১০ নং কক্ষে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ-এর নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আশরাফ উজ্জামান। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ এবং ড. শামসুজ্জোহা এছামী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রাবি আমার দেশ পাঠক মেলার সভাপতি আরিফুল ইসলাম মারুফ, আকরাম হোসেন, মাহমুদুর রহমান সাগর, মাসুমুল আজম, জিহাদুল ইসলাম প্রমুখ। বক্তারা আরও উল্লেখ করেন যে, বঙ্গভঙ্গের ইতিহাস আজকের প্রজন্মকে জানতে দেয়া হয়নি, ফলে তারা জাতীয় শত্রু-মিত্র চিনতে ভুল করছে। প্রকৃতপক্ষে, বঙ্গভঙ্গের কারণে শুধু এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীই উপকৃত হয়নি বরং বর্ণ হিন্দুদের হতে যুগ যুগ হতে নিগৃহীত নীচু বর্ণের মানুষও অনেকাংশে মুক্তি পেয়েছিল।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বঙ্গভঙ্গ আমাদের ইতিহাসের একটি বড় শিক্ষা এবং টার্নিং পয়েন্ট। কিন্তু এটি যেন আমরা ভুলে যেতে চাচ্ছি।
আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
মন্তব্য করতে লগইন করুন