সাঘাটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১২ অক্টোবর, ২০১৪, ১২:৩৪:২৬ দুপুর



‘স্মৃতির সাগরে যে ঢেউ ওঠে তা বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, আবেগের উচ্ছ্বাসে সবাই হয়ে ওঠে চির সবুজ ও চির প্রাণবন্ত মানুষ’ এমনটিই প্রমাণিত হলো গাইবান্ধা জেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে। সম্প্রতি ঈদুল আযহা উপলক্ষে সাঘাটা উপজেলার অধিবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় উপচে পড়েছিল আবেগ আর উচ্ছ্বাসের মাতাল ঢেউ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাঘাটা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাঘাটা উপজেলা সমিতি’র আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সকাল থেকেই শুরু হয় এ মিলনমেলা। দুপুর গড়িয়ে বিকেল হলেও মিলনমেলার পরিবেশ ছিল প্রাণবন্ত এবং তারুন্যের উচ্ছ্বলতায় পরিপূর্ণ। সাঘাটা থানা সমিতির সভাপতি মাসুদুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, সরকারী নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুল জলীল মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী মণ্ডল, রাবি গণিত বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ লুৎফর রহমান, রারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, অগ্রণী ব্যাংকের এজিএম আবদুল ওয়াহেদ আজাদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান, সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, বোনার মহিলা কলেজের অধ্যক্ষ জিনাতুন নাহার বেগম, জুমারবাড়ি কলেজের উপাধ্যক্ষ অতুল চন্দ্র সাহা, বোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন মোল্যা প্রমুখ।

বক্তাগণ বলেন, বৃহত্তর রংপুরের পিছিয়ে পড়া অঞ্চলসমূহের অন্যতম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা। নদীভাঙন ও বন্যা কবলিত এলাকা হিসেবে এখানকার মানুষ অর্থনৈকিভাবে দরিদ্র হলেও মনের দিক থেকে দরিদ্র নয়। ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো উন্নত করতে পারলে এলাকার শিক্ষা-সংস্কৃতির মান আরো উন্নত করে বাংলাদেশের সমৃদ্ধির অন্যতম অংশীদার হিসেবে সাঘাটা উপজেলা ভূমিকা রাখতে সক্ষম হবে।

বাংলাদেশ বেতারের উপস্থাপক শান্তা সুত্রধর এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সময়ের দুই শতাধিক শিক্ষার্থীর পচারণায় মুখরিত ছিলো স্কুল প্রাঙ্গন।

- See more at: http://www.bdreport24.com/archives/62225…



বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273429
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৪
নাসরিন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273434
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৯
কাহাফ লিখেছেন :
আবেগের উচ্ছাসে হয়ে ওঠা চির সবুজ-চির প্রানবন্ত মানুষদের স্মৃতি চারণ মুলক অনুষ্ঠান আমাদের কেও আপ্লুত করেছে।
সুন্দর লেখনী ও চমৎকার ছবি শেয়ার করায় অনেক ধন্যবাদ জানাচ্ছি.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File