রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবি আল মাহমুদের জন্মজয়ন্তী পালিত
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১১ জুলাই, ২০১৪, ০৩:১৬:১৭ দুপুর
গতকাল শুক্রবার; সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদের ৭৯তম জন্মদিন উপলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে সকাল ১১টায় অনুষ্ঠিত হলো আলোচনাসভা ও কবিতা পাঠের আসর। শীলন সাহিত্য পরিষদের আয়োজনে এ মোহনা সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার এফ শাহজাহান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক, মোহনা পত্রিকার সম্পাদক কবি ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আল মাহমুদ গবেষক কবি ড. ফজলুল হক তুহিন। আলোচক হিসেবে ছিলেন কবি মাজিদ-উল-মানিক এবং কবি কহিনুর সুলতানা প্রমূখ।
আলোচকবৃন্দ বলেন, কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের একজন অপরিহার্য কবি। তাঁর কবিতায় গ্রামীণ জীবনের আবহের সাথে শহুরে সংস্কৃতির মিশ্রণ ঘটিয়ে শুদ্ধ বাংলাদেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। ভাষাশৈলী, উপমা-উৎপ্রো, ইঙ্গিতময়তা সবেেত্রই তাঁর স্বাতন্ত্রবোধ উজ্বল হয়ে আছে। তাঁর লেখায় সুন্দর স্বদেশের স্বপ্ন অঙ্কিত হয়। আমাদের আতœপরিচয়ের জন্য তাই আল মাহমুদ চর্চার কোন বিকল্প নেই।
ছড়াকার আসাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সৈকত আবদুর রহিম, কবি সাবিনা ইয়াসমিন রূপা, কবি আজিজ আবদুল্লাহ, কবি সরদার আহমদ শফিক, মুহাম্মদ রুহুল আমিন, শফিক সালাম, খোবাইব মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে কবি আল মাহমুদ ঢাকা থেকে টেলিকনফারেন্সে অংশ নেন। তিনি দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেন, তরুণদের জন্য আমার সব সময়ই দোয়া থাকে। দেশকে এগিয়ে নেবার জন্যে তরুণ-যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি সবার পাঠাভ্যাস বাড়ানো তাগিদ প্রদান করেন।
আসাদ বাবু
সম্পাদনা সহেযাগী
মোহনা
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার মতই আজ বলতে চাই।
"পৃথিবীর সবকটি সাদা কবুতর
ইহুদি মেয়েরা রেঁধে পাঠিয়েছে মার্কিন
জাহাজে"
মন্তব্য করতে লগইন করুন