আপনি স্ববান্ধব আমন্ত্রিত।
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২৮ মে, ২০১৪, ০১:১৪:২৪ দুপুর
আগামী ৩০ মে শুক্রবার বিকেল ৪.৩০টায় 'দ্রোহের কবি নজরুল' শীর্ষক আলোচনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ২০৪ নং গ্যাল্যারী
প্রধান অতিথি: কবি আবদুল হাই শিকদার
সভাপতি: প্রফেসর আবুল ফজল
আলোচক: প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকী
অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম
এ্যাডভোকেট খুরশিদ আলম বাবু
প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন
আপনি স্ববান্ধব আমন্ত্রিত।
আমন্ত্রণে
ড. মাহফুজুর রহমান আখন্দ
সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম
০১৭১৬ ২৪৫০০২
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ঐখানে আলোচনার শেষে নজরুলেএই কবিতাটি পড়ে শুনালে খুব খুশী হবো কারণ মুসলমানরা তাদের স্বকীয়তা হারিয়ে মুশরিকরুপে পরিচিত হচ্ছে ।
তাওহীদের হায় এ চির সেবক,
ভুলিয়া গিয়েছে সে তাকবীর
দূর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শীর
ওদের যেমন রামনারায়াণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল ও কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর
ওদের শিব ও শিবানীর সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তীক আর
হোসেনরে গজ গণেশ
বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফোতোয়া খুজেছি
কোরাণ হাদীস চষে
হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আজরাইল এসে
হাকিল তলপি তোল
বাহীরের দিকে যত মরিয়াছি
ভিতরের দিকে তত
গুণতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।
সাফল্য কামনায়
মন্তব্য করতে লগইন করুন