উত্তরণ সাহিত্য পুরস্কার পেলেন কবি ও গবেষক মাহফুজুর রহমান আখন্দ।
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ০৭ এপ্রিল, ২০১৪, ০৬:৪৭:০৯ সন্ধ্যা
প্রেসবিজ্ঞপ্তি: শিশুসাহিত্যে অনন্য অবদানের জন্যে উত্তরণ সাহিত্য পুরস্কার পেলেন কবি ও গবেবষক ড. মাহফুজুর রহমান আখন্দ। গত ১০ মার্চ ২০১৪ পাবনা প্রেসকাব ভিআইপি মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের শতাধিক লেখকের অংশ গ্রহণে অনুষ্ঠিত দুইবাংলা লেখক সম্মেলনে এ পুরস্কার প্রদান করা হয়। পাবনার উত্তরণ সাহিত্য আসর ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপল্েয আয়োজিত এ লেখক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানী। কবি গল্পকার অধ্য এনামুল হক টগর ও কবি আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে দুইপর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কবি ড. অনিল গুহ, ড. অমিতাভ চক্রবর্তী, কলকাতার আতœপ্রকাশ পত্রিকার সম্পাদক কবি সাধন কুমার ঘোষ, ড. কানাই সেন, সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কবি ও গল্পকার আখতার জামান, কবি রেহেনা সুলতানা শিল্পী, সাংবাদিক এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা, সাংবাদিক আব্দুল হামিদ খান, প্রাবন্ধিক গোলাম রব্বানী, কবি দেওয়ান আজিজুল হক, জাকির হোসেন তালুকদার, কবি মুকুল কেশরী, কবি খন্দকার বদিউর রহমান মুন্নু, প্রাবন্ধিক মাসুদ হাসান রনি, কবি শিশির ইসলাম প্রমুখ। সমস্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি সৈয়দা জহুরা ইরা ও শামিমা সুলতানা টুম্পা।
উল্লেখ্য, ড. মাহফুজুর রহমান আখন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। জন্ম গাইবান্ধায়। তিনি একাধারে গবেষক, কবি, ছড়াকার, গীতিকার এবং সাহিত্যসমালোচক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্ষ্টকাশ ফার্ষ্ট হয়ে এম. এ, এম.ফিল এবং পিএইচ.ডি ডিগ্রী অর্জন।
ইতোমধ্যে বিভিন্ন গবেষণা জার্নালে বিশটির অধিক গবেষণা প্রবন্ধ এবং দুই শতাধিক সাধারণ প্রবন্ধ-নিবন্ধ বিভিন্ন কাগজে ছাপা হয়েছে তাঁর। রোহিঙ্গা সমস্যা : বাংলাদেশের দৃষ্টিভংঙ্গী, আরাকানের মুসলমানদের ইতিহাস, সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু, History of Islam : Prophet Muhammad (saws) and Khulafae Rashedin, প্রভৃতি গবেষণাগ্রন্থ ছাড়াও ছড়াগ্রন্থ- ধনচে ফুলের নাও, মামদো ভূতের ছাও, স্বপ্নফুলে আগুন, জ্বীন পরী আর ভূতোং, ছড়ামাইট, পদ্মাপাড়ের ছড়া; অনুকাব্য- তোমার চোখে হরিণমায়া, কবিতা- প্রথম দশকের কবিতা, কিছু ফুল কিছু কাঁটা; লিমেরিক- গুমর হলো ফাঁস, শিশুতোষ গল্প- জ্বীনের বাড়ি ভূতের হাড়ি, গানের বই- হৃদয় বাঁশির সুর’ তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা।
সমন্বয়, বিজয়ের ছড়া, আলইশরাক এবং ‘মোহনা’ তাঁর সম্পাদিত ছোটকাগজ। ড. আখন্দ বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটির সদস্য; বাংলাদেশ ইতিহাস পরিষদ ও পশ্চিবঙ্গ ইতিহাস সংসদের জীবনসদস্য। ইতোমধ্যে তিনি ঢাকা শব্দশীলন একাডেমী সাহিত্যপুরস্কার, বগুড়া সৃষ্টিশীল লেখকসংঘ সাহিত্যপুরস্কার, খুলনা রঙধনু সাহিত্যপুরস্কার, বগুড়া সংস্কৃতিকেন্দ্র এ্যাওয়ার্ড এবং দিনাজপুর নজরুল সাহিত্যপদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
http://www.banglabarta.dk/details.php?cid=44&id=6488
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
তাই আরকি; মনটা ঠিক করলেই হয়তো দেখতে পাবেন।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন