জ্বীনের আঁচর
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ০২ অক্টোবর, ২০১৩, ০১:৩৫:০১ দুপুর
জ্বীনের আঁচর পড়লো নাকি মনে
কষ্ট আগুন জ্বলছে ক্ষণে ক্ষণে
ভালোবাসার সূর্য মেঘে ঢাকা
স্বপ্নগুলো ধুসর দাগে আঁকা
জীবন তবু বাঁচার আশায় চলে
স্বপনগুলো যাচ্ছে নাকি
ভেসেই চোখের জলে?!
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন