জঙলি ভূতো

লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১৫ এপ্রিল, ২০১৩, ০৬:৫২:৩২ সন্ধ্যা

জঙলি বনের ভূতো

সন্ধ্যে হতেই বাঁশবাগানে

রাখতো ঝুলে জুতো

দিনদুপুরে ভয় দেখাতে

ঝুলি দিতো গাছে

লোমমাখানো লম্বা দুহাত

পাততো মাটির কাছে

রাস্তা দিয়ে আসতো যখন কেউ

একটু কেশে কুকুর বেশে

করতো সে ঘেউ ঘেউ

যেই না এলো খোকা

অমনি ভূতো যায় পালিয়ে

সবাই কি আর বোকা?

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File