নামাযে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো নাকি বেদাত?
লিখেছেন লিখেছেন হঠাৎ এসে যাবে মউত ২০ অক্টোবর, ২০১৪, ০৯:৫৪:৫১ রাত
বিসমিল্লাহির রহমানির রহীম।
সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবীজীর উপর।
নামাযে পায়ের সাথে পা মিলাতে আল্লাহর নবী সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম নিজে কোনদিন বলেননি। বুখারীর যে হাদীসে পায়ের সাথে পা মিলানোর কথা আছে, সেটা হলো একজন সাহাবীর শুধু একদিনের নিজস্ব ব্যাক্তিগত একটি আমল। কিন্তু তথাকথিত আহলে হাদীস সম্প্রদায়ের আলেমরা এই হাদীসের অর্থ বিকৃত করে অতি ঘৃণিতভাবে। একজন সাহাবীর ঘটনাকে তারা বানিয়েছে প্রত্যেক সাহাবীর ঘটনা, শুধু একদিনের ঘটনাকে তারা বানিয়েছে প্রত্যেকদিনের ঘটনা। এভাবে হাদীসের অর্থ বিকৃত করে খোদ নিজেরাই একটা বেদাতকে সুন্নাত বানিয়েছে, কিন্তু গলাবাজি করে বেড়াচ্ছে যে, হাক্কানী আলেমরা নাকি হাদীস মানেনা। শত আফসোস!!! শত ধিক!!! এ সম্পর্কে নীচের লিংকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।আমরা আগেও দেখেছি যারা আরবী জানেনা তাদেরকে এই দলটির তথাকথিত শায়েখরা কিভাবে ধোঁকা দেয়। মুরাদ বিন আমজাদের ধোঁকাবাজি আর মিথ্যাচারতো এতই মারাত্মক যে, আসমান ভেঙ্গে পড়বে আর জমীন ধ্বসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এদের ভয়ংকর কার্যকলাপ থেকে হেফাজত করুক।
এই ভিডিওটি শুনে দেখুন
বিষয়: বিবিধ
২২৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খইর
১.হযরত আনাস (রা
বুখারী (২য় খন্ড) হাদিস নং-৬৮৯ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ , বুখারী (১ম খন্ড) হাদিস নং-৭২৫ তাওহীদ পাবলিকেশন, বুখারী (১ম খন্ড) হাদিস নং-৪২৭ মাও: আযীযুল হক, বুখারী (১ম খন্ড) হাদিস নং-৬৮১ আধুনিক প্রকাশনী, মুসলিম(২য় খন্ড) হাদিস নং -৮৭১ বাংলাদেশ ইসলামিক সেন্টার।
২. ুনুমান ইবনে বশীর (রা
বুখারী (২য় খন্ড) হাদিস নং-৬৮২ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ , বুখারী (১ম খন্ড) হাদিস নং-৭১৭ তাওহীদ পাবলিকেশন, বুখারী (১ম খন্ড) হাদিস নং-৬৬৭৪ আধুনিক প্রকাশনী, মুসলিম(২য় খন্ড) হাদিস নং -৮৭৩ বাংলাদেশ ইসলামিক সেন্টার।
৩. ঈসা ইবনে ইবরাহীম.. .আবদুল্লাহ ইবনে উমার (রা
আবু দাউদ শরীফ (১ম খন্ড) হাদিস নং-৬৬৬ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
৪. মুসলিম ইবনে ইবরাহীম... আনাস ইবনে মালিক (রা
আবু দাউদ শরীফ (১ম খন্ড) হাদিস নং-৬৬৭ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
৫. হযরত আনাস (রা
বুখারী (২য় খন্ড) হাদিস নং-৬৮৮ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ , বুখারী (১ম খন্ড) হাদিস নং-৭২৪ তাওহীদ পাবলিকেশন,
৬. নুমান ইবনে বশীর (রা
মন্তব্য করতে লগইন করুন