বল নিজের কাছে রাখুন...

লিখেছেন লিখেছেন সাইফুল আলম ০২ এপ্রিল, ২০১৩, ০২:০৩:৫৭ দুপুর

জামাত শিবির ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিয়ে দেশ আজ চরম ক্রান্তি কাল অতিক্রম করছে। সরকারের শেষ সময়ে এসে দেশ অস্থির হয়ে ওঠেছে। প্রতিদিন রাজনৈতিক সংগাতে দেশের নিরিহ মানুষ মারা যাচ্ছে। এ নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নাই। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল জামাত শিবির নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবী করে আসছে। জামাত শিবির যেহেতু দেশে চরম অরাজকতা সৃষ্টি করছে এবং এতে নিরিহ প্রাণ চলে যাচ্ছে, তাই সরকারের উচিত এখন ই জামাত শিবির এর রাজনিতি বন্দ করে তাদের শাস্তি দেয়া। কিন্তু দেশের এরকম সংকঠ এ সরকার নাবালকের মত আচরন করছে। সরকারের এ অপরিপক্কতার জন্য দেশ কঠিন রাজনৈতিক সংকট ও চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। সরকার জামাত শিবির নিষিদ্ধ নাকরে তাদের নিয়ে দেশ ধংশের খেলা শুরু করেছে। সরকার ও তাদের মন্ত্রীরা জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে শিশুসুলভ কথা বলে জাতিকে ধোকা দিচ্ছে। জামাত শিবির নিষিদ্ধ করতে যা যা দরকার সবই এ সরকারের আছে। তারপরও তারা আরেক জনের উপর দোষ দিয়ে গা বাচানোর চেষ্টা করছে। আর এতে চরম ভোগান্তিতে পরছে দেশের সাধারণ মানুষ। তাই এই সহিংসতা দেশের মানুষকে বাচাতে এখনই জামাত শিবির এর রাজনিতি বন্ধ করুণ। অযথা আরেক জনের উপর নিজের দায় চাপাবেন না। তাই সরকারের প্রতি আবেদন বল যেহেতু আপনাদের হাতে, সুতরাং জামাত শিবির কে নিষিদ্ধ আপনাদেরই করতে হবে। অযথা দেশে সংঘাত করবেননা। আর মন্ত্রীদের (তথ্য) কাছে আবেদন কিছু বলার আগে ভেবে নিয়ে বলবেন, যাতে মানুষ বুঝতে পারে আপনারা সাবালক হয়েছেন।

বিষয়: রাজনীতি

৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File