আমি দেশপ্রেমিক

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০২ এপ্রিল, ২০১৩, ০৯:২৬:২২ রাত

-অমুক জিনিসে ৩০% ছাড়!

-কি বললেন?

-হ্যাঁ ৩০% ছাড়!!

-এত ছাড়!!! কেন???

-সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমাদের এই ব্যবস্থা। আমরা 'দেশপ্রেমিক'।

-কিন্তু সেকি! ৩০% ছাড় দিয়েও আপনাদের লস হবেনা?

-লস দিয়া কি কেউ ব্যবসা করে?

-৩০% ছাড় দিয়াও যদি আপনার লস না হয়, তাইলে ঐ ৩০% বেশি দামে জিনিস বিক্রি করেন ক্যান? আপনি না বললেন আপনি দেশপ্রেমিক।

-ইয়ে মানে....

-রাখেন আপনার দেশপ্রেম মিয়া। তোদের ঐ দেশপ্রেমের কারণেই স্বাধীনতার ৪২ বছর পরেও বাংলাদেশের এই আবস্থা। খালি টিভির বিজ্ঞাপনে দেশপ্রেমিক না হইয়া বাস্তবে দেশপ্রেমিক হ। বিজ্ঞাপনের পিছনে লাখ লাখ টাকা ব্যয় না কইরা দেশের উন্নয়নে কাজে লাগা।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File