রুখে দাঁড়াও

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০১ এপ্রিল, ২০১৩, ০৯:১৬:১০ রাত

ওরা চায় রক্ত.... রক্ত। ১৬ কোটি মানুষের রক্ত খেয়েও ওদের ক্ষুধা মিটবেনা। ওরা তো রক্তচোষকদেরই বংশধর, মীরজাফরদের বংশধর, হালা কু খাঁর বংশধর, চেঙ্গিস খাঁর বংশধর। ওরা সকালে খায় রক্ত, বিকালে খায় রক্ত, রাতে খায় রক্ত। বাংলার মাটিতে রক্ত নিয়ে ওদের হোলিখেলা বন্ধ হবে কি??? বাংলার মানুষ রুখে দাঁড়াও। অনেক হয়েছে, আর না। ওদেরকে এখনই সমূলে উত্‍খাত কর। ওদের ফ্যাসীবাদী আচরণ আর মেনে নেওয়া যায়না। জাগ্রত হও জনতা।

.

.

.

রাজনীতিবাজেরা মাইন্ড খাইয়েন না। আমি একথা কারও পক্ষেও লিখি নাই বিপক্ষেও না।

.

.

এইখানে যা কিছু বলা হইয়াছে সবই মশারে নিয়া।

link

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File