সংবিধান ও গণতন্ত্র সমাচার।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১৫ নভেম্বর, ২০১৩, ০৩:৫২:২৫ দুপুর
জীবন্ত সংবিধান,
চলন্ত গণতন্ত্র,
ডুবন্ত নৌকায়
সবাই ভাসন্ত।
বলিছে সংবিধান
পাইলাম রেল,
দেখাইতে চাহিলাম
বিড়ালের খেল।
নিলাম টাকা,
খাইলাম ধরা,
সাজিলাম বিড়াল,
কালো রং করা।
হারাইলাম গদি,
হয়নি ক্ষতি,
বেকার বসে
করছি গীতি।
চক্ষু আছে
লজ্জা নাই,
পদ আছে
দপ্তর নাই।
খুঁজছি দপ্তর,
দিচ্ছি জ্ঞান,
নাম আমার
জীবন্ত সংবিধান।
রয়েছি সন্ত্রস্ত
কহিছে গণতন্ত্র,
করিছে সব
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
গেলাম বিদেশ,
ঘুরতে ভীনদেশ,
পাইলাম ডিম,
খাতির বিশেষ।
সাহস এমন
করল কারা?
করবে কে আর
জামাত ছাড়া।
চক্ষুও নাই,
লজ্জাও নাই,
জামাত ট্যাগ দিতে তাই
বাধেও নাই।
দিচ্ছি ট্যাগ,
পড়ছি মন্ত্র,
নাম আমার
চলন্ত গণতন্ত্র।
বেরিয়ে ছিল
ঘুরতে জন দু,
নৌকায় করে
ভ্রমণ হেতু।
নদীর মাঝ,
উঠল ঝড়,
ওরে মাঝি
জলদি কর।
মাঝি হইল
পগাড় পার,
মাঝ নদীতে
ডুইব্বা মর।
করল মাঝি
এমন কেন?
জনগণের
ক্ষোভ না জান?
সাঁতার জানো?
নাড়ায় মাথা,
করবে কী
এখন এথা?
ভাবছিলা তুমি পাইবা পার কইরা আগাপিছা,
মাঝি বিনা জীবন তোমার ষোল আনাই মিছা।
* মাঝি = জনগণ
পুলিশ ও আদালত সমাচার
চুল সমাচার
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন