উনিতো রাজি। আপনারাও ডাকুন না কাজী। Bee Bee Cook

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১১ নভেম্বর, ২০১৩, ০৩:১১:৪৯ রাত

ওহে ভাই বেরাদারগণ, বলি তোমরা কী নিয়ে আন্দোলন করছ? Surprised কান তোমাদের নিজের কাছেই আছে। কেন একথা? উনি আজকে বলেছেন, প্রয়োজনে উনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেবেন। দরকার নেই প্রধানমন্ত্রীত্বের। তবুও আপনারা জ্বালাও পোড়াও বন্ধ করেন।

তাহলে বলেন বেরাদারগণ, আপনাদের মতলবখানা কী? উনার প্রধানমন্ত্রীত্ব নিয়েই তো আপনাদের যত লম্ফঝম্ফ। এতদিন তো সেটা নিয়েই আন্দোলন করলেন/করছেন। কিন্তু উনি তো আছেন রাজি। তাইলে ডাকেন কাজী। :/

হ্যাঁ উনি রাজি আছেন। কারন মানুষ খুন, জ্বালাও পোড়াও উনি সহ্য করতে পারেন না। উনার আত্মা কাঁদে। (হার্ট এটাকের ইমো হবে)

মানুষের জন্য উনি সব করতে পারেন। প্রধানমন্ত্রীত্বও ছাড়তে পারেন।

#আবেগেকাইন্দা__হালাইছি। :'( Winking

বেরাদারগণ, আপনারা কি আমাকে বিভ্রান্ত করছেন? আপনারা আমাকে একটা বইয়ের গল্প শুনিয়েছিলেন। "_____"(ড্যাশ) দেখে উনি নাকি রাতে ভাত বেশি খেয়েছিলেন। আর আজ শুনলাম "_____"(ড্যাশ) দেখেই নাকি তিনি সহ্য করতে পারেন না!!! Winking

কেন এই ড্যাশ বিমুখতা!!? আমি বলি কেন? কানে কানে বলি।

Cook Cook সামনে নিব্বাচন Cook Cook

আর তাই তো . . . . ! বলি ভাত বেশি না খেলে যে শরীর খারাপ কব্বে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

বিভাগীয় জেলাগুলোতে ইনুসাহেব গণতন্ত্র বিলি করে বেড়াচ্ছেন। সৌভাগ্যই বলেন আর দুর্ভাগ্যই বলেন। কিংবা কুভাগ্যই বলেন। BTV (পূর্ণরূপ নিচে) এর কল্যাণে দুই/তিনটার অংশবিশেষ দেখেছি। যা আসে, আর প্রায় অর্ধেকই দাড়িটুপি। Surprised

ধারাবাহিকতা সবখানেই। আজকে PM সেটাই দেখালেন। প্রায়ই দেখা যায়। এত এত দাড়ি টুপি সম্মেলন!! শুনতেছি মক্কা যাওয়ারও প্রস্তুতি চলতেছে। :/ Winking Winking

দেশের প্রতি আপনার এত মায়া! আহা! আপনি আছেন বলেই মানুষ শান্তিতে আছে। আপনি চোখ বুজলে দেশটার যে কী হবে!! মানুষের জন্য এত

ত্যাগ
স্বীকার করতে পারেন!! প্রধানমন্ত্রীত্ব ছাড়তে পারেন!! তো বলি, ওসব কান্দাকাটি show বাদ দিয়ে বাস্তবেই করে দেখান না। মানুষ সেটাই চায়। ৯৫% মানুষের ইচ্ছানুযায়ী ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ছেড়ে দিয়ে সরে পড়ুন। ওসব কান্দাকাটি কে চায়? :/

ও হ্যাঁ BTV??

BTV= BAL TELEVISION

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File