রাজনৈতীক সাহিত্যঃ চুল সমাচার।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪৯:৫২ দুপুর

মাথায় নৌকার আলকাতরা ব্যবহার করুন।

মাথার চুল শক্ত করুন।

থাকবেনা বাতাসে উড়ে যাবার ভয়।

করতে পারবেনা কেউ নির্বাচন জয়।

চুল পরিমান বিচ্যুতির যদি থাকে আশঙ্কা,

খেয়ে নিন ইচ্ছামত সংবিধান দু চারটা।

কখনো পাকবেনা, উঠে পড়বেনা এ চুল।

ব্যথা পাবেন না, কষ্ট পাবেন না কখনও করেন যদি টানাটানি চুল।

চুল টানাটানি ঠিক না কে বলেছে তা?

আমরা তো দেখতে পাচ্ছি এটাই ঠিক পন্থা।

আমার কথা, আমার কবিতা(!?) অপ্রাসঙ্গিক ঠেকছে?

কী করব বলুন, তারা যে অপ্রাসঙ্গিক কথা বলছে।

সারা বিশ্ব ছুটছে যখন মঙ্গল দুরত্বের সন্ধানে,

ব্যস্ত রয়েছি আমরা তখন চুলের গুণ কীর্তনে।

"আমার মাথার শক্ত চুল বাতাসে উঠে পড়বেনা,

তোর গুলো যে নকল সব ফাঁকি দিলে চলবেনা।"

বলেন গুণীরা বাংলার রাজনীতি অন্য কেউ বুঝত না।

বারেক যদি আসত বাংলায় চেয়ারম্যানও হতে পারত না।

বারেকের মাথায় নেই যে চুল সে কি বুঝবে এর মাহাত্ব্য,

চুল টানাটানি ছেড়ে এবার দেশের হাল ধরাই কর্তব্য।

নহে আসল, নহে নকল কোন চুলই দরকারী,

মহান একজন নেতা এখন অতি অতি জরুরী।

সংবিধানের দোহাই দিয়ে চুল পরিমাণ নড়বেন না?

এই বিধান বানাইছেন কেন তাড়াতাড়ি বদলে ফেলুন না।

আপনার মাথার চুলগুলো সব হচ্ছে সাদা দেখুন,

মনটাকেও (আপনার) চুলের মত সাদা করে ফেলুন।

পাঁচ বছরে করলেন কী হিসেব করে দেখুন,

চুলোচুলি বাদ দিয়ে এবার দেশের কথা ভাবুন।

আসল নকল দেখলাম সবই দেখিতে চাহিনা আর,

চুলোচুলি করতে মন চাহিলে সব এই মুহুর্তে বাংলা ছাড়।

ভাবিয়া করিয়ো কাজ করিয়া ভাবিয়ো না,

জেনে রেখ সময় গেলে কিন্তু সাধন হবে না।

দেখুনঃ

১। পুলিশ ও আদালত সমাচার

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File