কর্তৃপক্ষ কি জ্যায় হো।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১৭ আগস্ট, ২০১৩, ০৯:৪৬:৪৮ সকাল

ছোটকালের লেখাপড়া। এক মিনিট পড়েই চুপ। পাশ থেকে মায়ের খোঁচা - এই পড়। হ্যাঁ পড়ছি। আবারও এক মিনিটও নয় চুপ। আবারও খোঁচা।

রানা প্লাজা বলেন, তাজরীন গার্মেন্টস বলেন কিংবা অন্য যেকোন বিপর্যয়ের কথা বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই বিপর্যয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে 'কর্তৃপক্ষে'র ভূমিকা উপরোক্ত স্টুডেন্টের সাথে কিছুটা মিল রয়েছে।

কর্তৃপক্ষ ঘুমাচ্ছে। মিডিয়া গা ছাড়া ভাব নিয়া মাঝে মাঝে গিয়া বলছে হ্যালো কর্তৃপক্ষ, পদক্ষেপ?

পদক্ষেপ? ও হ্যাঁ নিচ্ছিতো।

আবার কিছুদিন পরে. . . পদক্ষেপ?

হ্যাঁ নিচ্ছিতো। প্রক্রিয়াধীন।

এই টাইপ স্টুডেন্ট এবং কর্তৃপক্ষ উভয়ই দেশের জন্য হিতকর, মঙ্গলকর।

শালার কর্তৃপক্ষ, তোর পদক্ষেপ তুই খা। :/

উপরে 'কিছুটা মিলে'র কথা বলছিলাম। দুটো ঘটনার সাথে পুরোপুরি মিলের কথা বলা উচিত ছিল? না ঠিকই আছে।

পুরোপুরি মিলের কথা বলতাম, যদি দেখতাম ছাত্রের মায়ের মত মিডিয়াও কর্তৃপক্ষের পিছনে সবসময় লেগে রয়েছে।

তোমাকে বলছিলাম মিডিয়া। রাজনৈতিক ইস্যু ছাড়া পেটের ভাত হবেনা? পুরনো ইস্যু বাজারে কাটবেনা? কোনটাই না। পুলিশ এবং সাংবাদিক কোনটাই এখন মানুষ দেখতে পারেনা। একটু ভাল কাজ করে যদি একটু মানুষের সহানুভূতি পাওয়া যায় আর কি। :/

তুমি মিডিয়া। তোমার কাজ দেশের মধ্যে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা। তুমি কর কী? একটি বিশেষ দলের উপর বৈষম্যে তুমি আনন্দে উদ্বেলিত হয়ে খবর উদগীরণ কর। সেটা তোমার কাজ নয়। তোমার রাজনৈতিক ভিউ একটা থাকতেই পারে। কিন্তু যখন তুমি নাম নিচ্ছ মিডিয়া, তখন তোমাকে থাকতে হবে নিরপেক্ষ। কিন্তু তুমি সেটা করনা। কর উল্টোটা। রানা প্লাজা, তাজরীনের আহত নিহত শ্রমিকদের পরিবারের দুর্দশা নিয়ে কোন ধারাবাহিক অনুষ্ঠান তুমি কর না। রামপাল বিদ্যুত্‍ কেন্দ্রকে বন, তেল, গ্যাস রক্ষা কমিটির উপর চাপায়া দায়মুক্ত থাকার চেষ্টা কর। ক্যান এসব নিয়া তালাশ করতে পার না? কার লাভে এসব করা হচ্ছে? কোন দিকে কয়টাকা যাচ্ছে? এসব খোঁজ করতে পারনা?

কিন্তু এসব করবা কেন তুমি? কারন তুমিও যে অন্য শ্রণীর কর্তৃপক্ষ। এসব তো তোমার রাজনৈতিক প্রতিপক্ষ না।

শালার কর্তৃপক্ষ, তোর পদক্ষেপ তুই খা। :/

- এই বিল্ডিংটা কে করছে?

- কর্তৃপক্ষ।

- এই ব্রীজটা কে করছে?

- কর্তৃপক্ষ।

- ঐ বিল্ডং কে করছে?

- কর্তৃপক্ষ।

- কর্তৃপক্ষের এত টাকা ! ! ! ! (একটি নাট্যাংশ)

জ্বী হ্যা। কর্তৃপক্ষ অনেক বড়লোক। অনেক বড়লোক বলেই কর্তৃপক্ষের অনেক কাজ। ছোটলোকদের দিকে তাকানোর তাদের সময় নাই।

সো কর্তৃপক্ষ, ভদ্রভাবে আবারও বলি -

শালার কর্তৃপক্ষ, তোর পদক্ষেপ তুই খা। :/

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File