ফোরটি এইটের পলিটিক্স . . . . .

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১৬ মে, ২০১৩, ০৫:০৪:৫৩ বিকাল

আমি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের যাবতীয় সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলো এগিয়ে না আসলে আমরা সাধারণ জনগণের পক্ষে ৪৮ সদস্যের একটি কমিটি যাবতীয় ৮চল্লিশীয় ডায়লগ ও হরতালের প্রতিবাদে ৪৮ ঘন্টার হরতাল আহবানে ৪৮ বার বাধ্য হব।

এই স্ট্যাটাস উদগীরণের ৪৮ ঘন্টার মধ্যে যদি আমি গুম হয়ে যায়, তাহলে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আরেকটি ৪৮ ঘন্টার হরতাল ডাকা হল। আশা করি আমাকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধারের জন্য ৪৮ ঘন্টার পদক্ষেপ নেওয়া হবে। যদি না নেওয়া হয়, তবে আবারও ৪৮ ঘন্টার হরতাল।

প্রিয় জনগণ, আপনাদের 'কল্যাণ' এবং 'জনদুর্ভোগ কমানো' এবং আরও দাবিসহ মোট ৪৮টি দাবিতে এই হরতাল আহুত হয়েছে। সুতরাং এ হরতালে যারা গাড়ি নিয়ে বের হবেন, ৪৮টি ইট পাটকেল দিয়ে তাদের গাড়িকে ৪৮ টুকরা করা হবে। আর হরতালে যদি বাধা আসে, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব। কেমন কঠোর? তাদের লক্ষ্য করে ৪৮টি ককটেল ফুটানো হবে।

তাতেও যদি কাজ না হয়, তাহলে আমরা নিজ নিজ ঘরের মধ্যে সকলের অলক্ষ্যে ৪৮ বার কান ধরে উঠ বস এর মত 'কঠোর' কর্মসূচি দিব।

পরিশেষে সরকার ও বিরোধীদল উভয় পক্ষকে আমাদের এই ৪৮ ঘন্টার আল্টিমেটাম মেনে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হল।

পরিশেষে কবির সেই বাণী আরেকবার স্মরণ করি - "একবার না পারিলে দেখ ৪৮ বার"।

fb

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File