চালু হয়েছে প্রাচীন আফ্রিকার বাংলাদেশ শাখা। :(
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২১ এপ্রিল, ২০১৩, ১০:১৬:০৬ রাত
আধুনিক যুগে বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে বিভিন্ন ধরনের জিনিসের সাথে বিভিন্ন জিনিসের তুলনা করে তাদের পণ্যের প্রচার করে। যেমন ধরুন বাংলাদেশে বসে আমেরিকার সার্টিফিকেট পেতে চান (সার্টিফিকেট এদের কাছে ডাল ভাত মনে হয়), তাহলে তাদের ভার্সিটিতে ভর্তি হন। দুধ না খেয়েই দুধের স্বাদ নিতে চান? তাহলে তাদের ঘোল ব্যবহার করুন। আপনি লাউ খান না? আপনার জন্যই বাজারে এসেছে আমাদের এই বিশেষ ধরনের কদু। ইত্যাদি ইত্যাদি।
বিজ্ঞাপন শিল্পের এরূপ বৈপ্লবিক উন্নয়ন দেখে আনন্দিত হওয়ার পাশাপাশি আমার কিছুটা দুঃখও হয়। কিসের জন্য? দুঃখটা হচ্ছে আফ্রিকানদের জন্য। আহা বেচারারা এখনও অন্ধকারেই থেকে গেল। এখানে বলে রাখা ভাল কেউ আমার এতসব বিদেশভিত্তিক চিন্তা চেতনা, অভিজ্ঞতা(!), জ্ঞান দেখে আমাকে বিজ্ঞ(?) ভেবে বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন আমি একজন আদার বেপারী।
যা বলছিলাম। বিজ্ঞাপন শিল্প হনহন গতিতে এগিয়ে চললেও এই খাতে এখনও তাদের পদচারণা দেখা যাচ্ছেনা। নিত্য নতুন ইস্যু তৈরী হচ্ছে। হচ্ছে নিত্য নতুন বিজ্ঞাপন। তেমনি একটা ইস্যু বাংলাদেশে এখনও বর্তমান রয়েছে, যা এখনও কোন বিজ্ঞাপন নির্মাতার চোখে পড়েনি এবং সেটা অবশ্য তাদের পণ্য সম্পর্কিতও নয়। এটা কিন্তু আফ্রিকানরা ব্যবহার করতে পারে।
তারা এদেশে আসুক এবং ঘোষণা করুক - আপনি বাংলাদেশে বাস করে প্রাচীন আফ্রিকার অন্ধকারের স্বাদ পেতে চান? জানতে চান আফ্রিকা কেমন ছিল? তাহলে আর দেরী কেন? আজই চলে যান বাংলাদেশে আমাদের একমাত্র শাখা চাঁপাই নবাবগঞ্জে, সেখানকার কোন এক পল্লীতে। অবশ্য দেরী করলেও অসুবিধা নাই। কেননা এই অফার(:x) 'অফুরন্ত' (আবারও বলছি 'অফুরন্ত') সময়ের জন্য।
আর আপনাদের জন্য এই অফারের ব্যবস্থা করে দিয়েছে দীর্ঘায়িত করে দিয়েছে 'সরকারস এন্ড বিরোধীদলস গ্রুপ অব ট্যুরিস্টস বাংলাদেশ লিমিটেড'।
তাই আরামসে চলে আসুন। থাকা খাওয়ার কোন চিন্তা করবেন না। সরাসরি যোগাযোগ করুন কানসাট পল্লীবিদ্যুত অফিসে। নামের মাঝে বিদ্যুত দেখে কি না কি ভেবে বিভ্রান্ত হবেন না। এখানকার মানুষ বিদ্যুত নামক এক কুসংস্কারে বিশ্বাসী। তাই এই নাম।
সম্ভাবনাময়(?!) এই খাতকে বাঁচিয়ে রাখা আপনার আমার সকলের দ্বায়িত্য। তবে এক্ষেত্রে সরকার নেওয়া উদ্যোগ( ব্যাপক প্রশংসনীয়। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে মানুষ 'বিদ্যুত' নামক এই কুসংস্কার ভুলে সভ্য সমাজে ফিরে আসবে।
facebook
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন