মুসলিমস আর সেকটেরিয়ান

লিখেছেন লিখেছেন আলিমুল রাজি ২৫ জুলাই, ২০১৩, ০৭:৩৮:২০ সন্ধ্যা

মাইকেল আর ডেভিড মরুভুমিতে পথ হারিয়ে ফেলেছে। তৃষ্ণায় দুজনেরই প্রাণ যায়-যায় অবস্থা। হাঁটতে-হাঁটতে হঠাৎ একটি মসজিদ দেখতে পেল তারা।

মাইকেল বলল, "ঐ তো, একটা মসজিদ দেখা যাচ্ছে, চলো সেখানে যাই।" ডেভিড বলল, "হ্যাঁ, যাওয়া যায়। বাট ইউ নো, মুসলিমস আর সেকটেরিয়ান, সো উই হেভ টু চেঞ্জ আওয়ার নেম। নয়তো ওরা আমাদের সাহায্য নাও করতে পারে। আমি বলব, আহমেদ।"

মাইকেল নিজের নাম পাল্টাতে রাজি হলোনা।

তারা দুজনেই মসজিদে গেল। ইমাম সাহেব তাদের পরিচয় জানতে চাইলে মাইকেল নিজেকে মাইকেল বলে এবং ডেভিড নিজেকে আহমেদ বলে পরিচয় দিল। ইমাম সাহেব তাদের বসতে দিলেন এবং একজনকে ডেকে বললেন, "মাইকেলের জন্য খেজুর, খোরমা, আপেল, বেদানা আর আঙ্গুর নিয়ে এসো, নিশ্চয়ই মাইকেল খুব তৃষ্ণার্ত, উনার জন্য ঠাণ্ডা পানি নিয়ে এসো।"

তারপর ডেভিডের দিকে তাকিয়ে হাসিমুখে বললেন, "আহমেদ ভাই, রমজানুল মোবারক !!!"

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File