এসো হে বৈশাখ

লিখেছেন লিখেছেন এম.মেহেদী হাসান ১১ এপ্রিল, ২০১৩, ০৯:৩৯:১৫ সকাল

এসো হে বৈশাখ,

এসো হে।

সাজিয়াছি মোরা,

তোমারে করিতে বরণ,

এসো হে বৈশাখ,

ফেলে সকল বারণ,

এসো হে।

আজি এ দিনে,

সরি আকবারে,

যে দিল মোদের,

এমনো করণ।

এসো হে বৈশাখ,

এসো হে।

মোরা বাঙালী,

তুমি মোদের-

সজীব উদাহরন,

এসো হে বৈশাখ,

এসো হে।

এম মেহেদী হাসান।

বিষয়: সাহিত্য

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File