দুনিয়ায় আরাম-আয়েশ

লিখেছেন লিখেছেন রাফসান ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৫২:৩৪ রাত

আপনি যদি দুনিয়ায় আরাম-আয়েশ , বিপদ-চিন্তামুক্ত জীবন , নারী-বাড়ি-গাড়ি , সব চান তাহলে দ্রুত ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন । ঘরে ঘরে ঐশী-ঝুমা গড়ে তোলে তেঁতুল জন্ম দেয়ার জন্য কাজ করুন , নারী স্বাধীনতার কথা বলে পরিমল-তারেক মণ্ডল-পান্নাদের জন্য নারীকে ভোগ পণ্যে পরিণত করুন । চোখে পশ্চিমা চশমা পরে ঐশীদের শিশু বলে বাঁচাতে চেষ্টা করুন , টক শো-বিভিন্ন অনুষ্ঠানে সমাজে হিজাব পরিহিতা বেড়ে যাওয়ায় চিন্তিত মন্তব্য করুন । যারা মানুষকে কুরান পড়ায় তাদেরকে কুরান পুড়ানোর অপবাদ দেয়ার চেষ্টা করুন , ইসলামের জন্য যারা রাস্তায় নেমেছে তারা গায়ে সয়া সস ও টমেটো মেখে অভিনয় করতে করতে মারা গিয়েছে বলে মন্তব্য করুন , আল্লাহ ও রাসুল(সঃ) কে গালিগালাজকারীদের শহীদ ঘোষণা দিয়ে পুরস্কৃত করুন এবং ফাতিমা-আফিয়াদের জঙ্গি বলে আওয়াজ তুলুন । আশা করা যায় , আপনার 'পা চাটা মনিবগন' আপনাকে সফলে(?) পরিণত করবেন ।

- ঐশী কোন হিজাবি-পর্দানশীল নারী ছিল না , তারাই হিজাবি-পর্দানশীল নারী ছিল যাদের কোনোরূপ অপরাধ ছাড়া গ্রেফতার করা হয়েছিল , যাদের থানা হাজতে চুলের মুঠি ধরে হেঁচড়ায় ফেলে দিয়ে নেকাব খুলে নিয়েছিল , যাদের মধ্যে অন্তঃসত্ত্বা একজন বোন কারাগারে সন্তান জন্ম দিয়েছিল , তাদের অপরাধ তারা ঘরে-ঘরে ঐশী-ঝুমাদের জন্ম দিতে পারেনা কারন তারা কুরান ও হাদীসের পথে চলে ।

- যারা বাঙ্গালী তারা নাকি হিজাব পড়ে না , এখন যদি বলা হয় যারা হিজাব পড়ে না তারা মুসলিম না তাহলে তাদের শরীরে জ্বালাপোড়া উঠে যাবে । বিশ্ব দেখছে বর্তমানে কারা বেশি নিরাপত্তার মধ্যে আছে , হিজাবি-পর্দানশীল নারী নাকি মিনি স্কাট ও মশারীর কাপড় পরিহিত নারী !!!

- রিসেন্টলি দুই সমকামি নারীর বিয়ে , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারীজনিত স্কানডাল , প্রেম-বিরহ-গোপন ব্যাপার ফাঁস হওয়ায় নারীর আত্মহত্যা , নারীদের ড্রাগস প্রবণতা , ইত্যাদি প্রমাণ করে আমরা দিন দিন মানুষ থেকে পশুতে পরিণত হচ্ছি। পার্থক্য শুধু আমরা মরিচ-মসলা দিয়ে রান্না করে খাবার খায় আর পশুরা ডাইরেক্ট খায় । এই অবস্থায় আল্লামা শফি সাহেবের ১৩ দফার প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে । একমাত্র ১৩ দফায় জাতিকে ১৩শ বছর পূর্বের জাহেলিয়াতের দিকে ফিরে যাওয়া থেকে রক্ষা করতে পারবে । হয়ত ব্যাপারটা চুশীলদের মুখে চুন-কালি পরার মত হবে ।

- মুসলিম উম্মাহ'র কষ্টে যে মুসলিমের অন্তরে কষ্ট অনুভব হয় না উল্টো ইসলাম বিদ্বেষীদের মিথ্যা মিশ্রিত যুক্তি কে যাচাই না করে সত্য বলে মেনে নেয় সে আর যাই হোক নিজেকে মুসলিম উম্মাহ'র অংশ ভাবতে পারে না ।

- যে মুসলিম আল্লাহ কে বিশ্বাস করে কিন্তু নিজের পরিচালিত জীবনে আল্লাহর বিধান চাই না তাহলে ঐ মুসলিম কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে স্বীকার করবে না -"সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এবং আল্লাহর বিধান-ই হছে মানবজাতির জন্য চূড়ান্ত বিধান" ।

"

"

"

- যারা দুনিয়াবি সুখের আশায় চিরস্থায়ী সুখ কে বিসর্জন দিয়ে চলেছে তারাই হচ্ছে সবচেয়ে বড় 'বেকুব এবং ব্যর্থ' !!!

বিষয়: বিবিধ

৮৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File