সাধারন "কিছু ছেলের" অসাধারন হওয়ার গল্প
লিখেছেন লিখেছেন রাফসান ২৭ আগস্ট, ২০১৩, ০১:০৯:৪৮ রাত
অন্য ছেলেরা যখন সকালবেলা নাক ডেকে ঘুমায় (মেসে/ হোস্টেলে), কিছু ছেলে তখন "সালাত, সালাত" বলে ডাকে।
অন্য ছেলেরা যখন গভীর রাতে হলিউড/ বলিউড নিয়ে মগ্ন থাকে, তখন কিছু ছেলে জায়নামাজে সিজদারত অবস্থায় অশ্রুসিক্ত নয়নে আল্লাহর সাহায্য প্রার্থনায় ব্যাস্ত।
ফেসবুকে যখন ১৮+ পেইজের মহোৎসব চলছিল, কিছু ছেলে এসে কুরআন হাদিস ইসলাম নিয়ে পেজ খুললো।
অন্য ছেলেরা যখন পার্কে গিয়ে গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে সুখস্বপ্ন দেখে তখন কিছু ছেলে ফ্রেন্ড- ক্লাসমেটকে কুরআন হাদিস বুঝায় আর ইসলামের সুশীতল ছায়ার দিকে আহবান করে।
ছেলেরা যখন প্রেমকাহিনী নিয়ে , নিজের মাথা ব্যাথা নিয়ে স্ট্যাটাস দেয়, কিছু ছেলে তখন কুরআন নিয়ে অবমাননাকারী নাস্তিক দের বিরুদ্ধে প্রতিবাদি স্ট্যাটাস প্রদানে মুখর।
আবার সাধারণ ছেলেরা যখন ধনবান হওয়ার স্বপ্নে হালাল হারাম বিবেচনা না করে অর্থ উপার্জনের নেশায় আসক্ত, ঠিক সেই সময়েই কিছু ছেলে আল্লাহর সন্তুষ্টির আশায় অপ্রতুল লোভনীয় অফার গুলো হাসিমুখে প্রত্যাখান করে ।
কিন্তু দুঃখজনক, লজ্জাজনক, কষ্টকর ব্যাপার হচ্ছে, এই "কিছু ছেলে" আজ জঘন্য অপবাদ আর নির্যাতনের শিকার। তাদেরকে আজ ছাগু, মৌলবাদী, সেকেলে, আনস্মার্ট, জঙ্গী বলে উপহাস করা হচ্ছে। বিনা অপরাধে আটক করে ও মামলা দিয়ে তাদের শিক্ষাজীবন ধ্বংস করে দেয়া হচ্ছে। বিনা বিচারে তাদের গুলি করে হত্যা করা হচ্ছে আর রিমান্ডের নামে অমানুষিক নিরযাতন করে পঙ্গু করে দেয়া হচ্ছে ।
যে যাই বলুক ,যত অবজ্ঞাই করুক, মহান রাব্বুল ইজ্জতের কাছে এই ছেলে গুলো নিশ্চয়ই উত্তম প্রতিদান পাবে। আর এতো অত্যাচার নির্যাতনের পরেও যারা সত্যের পথে অটল থাকতে পারে, তাদের হাত ধরেই তো বিজয়ের নিশান ওড়ানো সম্ভব ।
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন