কত ক্ষুদ্র আমরা!!!! কত নগণ্য!!!!

লিখেছেন লিখেছেন রাফসান ০১ আগস্ট, ২০১৩, ০৫:৪৪:১১ সকাল

আমরা প্রতিদিন মেঘ দেখি, বিশাল আকাশ দেখি,দেখি সুবিশাল মহাসাগর, সাগর তলের অবিরাম বৈচিত্রময় জগৎ দেখি, আকাশের বাইরের জগৎ দেখি,দেখি মহাবিশ্বের গ্রহাণুপুঞ্জের চিত্র, অন্তহীন মরুভুমি, আকাশছোঁয়া পর্বত, দেখি লক্ষ নক্ষত্রের চিত্র।কিন্তু কখনই এসবের ব্যপকতা বা বিশালতা আমাদের নাড়া দেয়না। আমাদের ভেতরটায় এতটুকু ধাক্কা দেয়না। আমাদের এতটুকু ভাবতে উদ্বুদ্ধ করেনা, যিনি এইসব সৃষ্টি করেছেন, তিনি কত ব্যাপক। তিনি কতটা বিশাল। কতটা অসীম।

আমরা কখনই চাইনা সেই বিশাল, ব্যাপক, অসীম স্বত্বা সম্পর্কে ভাবতে। কখনই চাইনা নিজের ক্ষুদ্রতা নিয়ে ভাবতে। নিজের মিথ্যে গর্ব আর অহংকার নিয়ে লজ্জিত হতে। আমরা কখনই নিজেদের ক্ষমতা আর যোগ্যতা নিয়ে ভাবিনা। যে সুবিশাল পৃথিবী আমাদের এর স্রষ্টাকে নিয়ে ভাবতে শেখানোর কথা, সেই পৃথিবীর পাতা জালেই আজ আঁটকে গেছি আমরা।

সেই অসীম স্রষ্টার দেয়া জ্ঞানে আবিষ্কৃত হয়েছে জ্ঞান বিজ্ঞানের জগৎ, কথা ছিল সেই জ্ঞান বিজ্ঞানই খুলে দেবে অসীম সেই স্বত্বাকে খুঁজে বেড়ানোর দুয়ার। কিন্তু সেই জ্ঞান বিজ্ঞানকেই আমরা ব্যাবহার করছি তাকে ভুলে থাকতে, তাকে অস্বীকার করতে। প্রকৃতির যেই অসম্ভব বিশালতা আর ব্যাপকতায় আমাদের স্রষ্টার কৃতজ্ঞতায় নুয়ে পড়ার কারণ খুঁজে পাওয়ার কথা, সেই প্রকৃতিকেই আমরা দাঁড় করিয়ে দিচ্ছি সেই সত্ত্বার বিরুদ্ধে।কত ক্ষুদ্র আমরা। কত নগণ্য। কত ছোট্ট। কত নিকৃষ্ট।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File