'হিরক রাজার দেশে'

লিখেছেন লিখেছেন রাফসান ২৩ জুলাই, ২০১৩, ০৫:২৭:০১ সকাল

আপনারা অনেকেই হয়ত সত্যজিত রায়ের 'হিরক রাজার দেশে' ছবিটি দেখেছেন । নির্দয় হিরক রাজা প্রচার প্রপাগান্ডার আশ্রয় নিয়ে সাধারণ প্রজাদেরকে তাদের মৌলিক অধিকার আদায়ের দাবিকে নিরুৎসাহিত করত, প্রতিবাদীদের চরম দন্ড দিত।

বর্তমান সরকারের কার্যকলাপ সেই হিরক রাজাকেই মনে করিয়ে দেয় ।

সাম্প্রতিক "হীরক রাজ্য" এর আপডেট:

১ .মন্ত্রিদের মুখে কম খাওয়ার পরামর্শ,

২ .বাসাবাড়িতে গ্যাস বন্ধ করে দেওয়ার সুপারিশ (সেই গ্যাস তারা ভারতে চালান দিতে চান),

৩ .দিনে দুপুরে নিরীহ কিশোরকে পিটিয়ে হত্যা,

৪ .ছাত্রলীগের হাতে শিক্ষকদের গণপিটুনী

৫ .রাষ্ট্রপতির ডিজিটাল ক্ষমা

৬ .কালো বিড়াল এখন ধবধবে সাদা

৭ .পদ্মা সেতু খেয়ে এখন দেশের শ্রেষ্ঠ দেশ প্রেমিক

৮ .পদ্মা সেতু হবে আমাদের নিজস্ব অর্থে, প্রয়োজনে এক বেলা বাজার করব না,

৯ .১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত দিয়ে পদ্মা সেতু হবে

১০ .রানা আমাদের মানুষ না

১১. রেশমার মাধ্যমে বাকি ১২০০ মানুষ কে ভুলিয়ে দেয়া

১২. ৫মে হেফাজতের সবাই রং মেখে মতিজিলে ছিল

১৩. প্রত্যক্ষ বা পরোক্ষ দোষী না হলে ও ৯০ বছর সাজা

১৪. ছবি দেখে কৌটার বিরুধিকারিদের চিরদিনের জন্য চাকরি থেকে বহিস্কার

১৫. অর্থ মন্ত্রী একজন রাবিশ, কিচ্ছু বুজেন না, ইত্যাদি ইত্যাদি ।

ডিজিটাল হীরক রাজা'র "মস্তিষ্ক প্রক্ষালণ যন্ত্র" থাকলেও আমাদের ডিজিটাল সরকারের তা নেই, তবে মস্তিষ্ক প্রক্ষালণ প্রচেষ্টার অন্ত নেই। আছে "ডিজিটাল বাংলাদেশের" ধারণা। বস্তা ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজার নিয়ে ফিরি আমরা।

আমরা দিন দিন হীরক রাজার প্রেমে পড়ে যাচ্ছি।

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File