দিগন্ত টেলিভিশন বন্ধ কেন?
লিখেছেন লিখেছেন রাফসান ০৭ মে, ২০১৩, ০৫:১৯:২৬ বিকাল
গত ৫ মে শেষ রাতে নিরস্ত্র নিরীহ আলেমদের উপর সশস্ত্র হামলা চালায় র্যাব,পুলিশ ওবিজিবি। সেই হামলায় নিহত হয়২৫০০ উপরে অসহায় মুসলিম। এইসমস্ত গণহত্যার গোপন ভিডিও চিত্র ধারণ করেন দিগন্ত টিভির দুই জন ক্যামেরা ম্যান। তখন ৭১ টেলিভিশন ও সময় টেলিভিশনের রির্পোটার তাদের কে চিনে ফেলেন এবং তারা বিষয়টিকে কৌশলে ছাত্রলীগের এক নেতাকে দৃষ্টি আর্কষণ করেন। সেই গভীর রাতে ছাত্রলীগ নেতা উপর মহলে জানিয়ে ডিবির গোয়েন্দা সংস্থার উপর চাপ প্রয়োগ করেন। দিগন্ত টিভির ক্যামেরা ম্যানরা যখন অফিসে ঢুকেন ঠিক তার কিছুক্ষণ পরেই অস্ত্র সহকারে ডিবির গোয়েন্দা বাহিনী ও ছাত্রলীগের কয়েক জন গেটের দাঁরোয়ান কে থাপ্পর ও ঘুষি মেরে সংবাদ রুমে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর পর সেই ভিডিও ও মূলব্যান মেশিন অস্ত্র ঠেকিয়ে নিয়েযান। আর ইনু সাহেবদের ভয় ছিল সকাল হলেই যদি সেই এক্সক্লুসিভ
ভিডিও চিত্র দিগন্ত টিভি ফাঁস করে দেয় আর শুধু তাদেরকে বন্ধ করলে হবেনা তারা যদি বিকল্প হিসাবে ইসলামী টিভিকে ব্যাবহার করে তাহলে তাদের পাচাটা মিডিয়া তাদেরকে শেষ আর রক্ষা করতে পারবেনা।ধিক আওয়ামী পা চাটা মিডিয়াদের।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন