মধ্যযুগের আলাপ

লিখেছেন লিখেছেন রাফসান ১৯ এপ্রিল, ২০১৩, ০২:০৮:২৬ দুপুর

হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি মধ্যযুগীয় দাবী।

হ্যা, আপনি ঠিকই বলেছেন মাননীয় মন্ত্রী। অনেকে আপনার কথার হেকমত বুঝতে পারেনি। আপত দৃষ্টিতে সবার মতে আপনার মন্তব্যটি ভুল, তবে আপনার দৃষ্টিতে আপনি সম্পূর্ণ সঠিক।

আপনি মধ্যযুগে ফিরে যেতে নারাজ, কারণ এই মধ্যযুগ ইসলামী শাসনের স্বর্ণযুগ, এটা শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার যুগ, জীবন্ত শিশু কবরস্ত করা পশু মানুষ হওয়ার যুগ, নারী পণ্য হওয়া ও যৌন ক্ষুধা মিঠানোর বস্তু হতে রেহাই পাওয়ার যুগ, নারী তার সতীত্ব নিয়ে পুরা রাত ভ্রমণ করে ভোরে সুষ্ঠুভাবে ঘরের ফেরর যুগ, দাস প্রথা বিলুপ্ত হওয়ার যুগ এই মধ্যযুগ, অনাচার-ব্যাভিচার-চুরি-ডাকাতি, রাহাজানি থেকে মুক্ত হয়ে সুন্দর সমাজ গঠণের যুগ এই মধ্যযুগ।

আপনার কথা মতে মধ্যযুগে ফিরে গেলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে।চোরঞ্জিত, আবুল মাল, মখা আলমগীর, মতিয়ার মত ধোকাবাজ সৃষ্টি হওয়ার যন্ত্রটা বিকল হয়ে যাবে।

কিন্তু জনাব আসল কথা হল আমি সে মধ্যযুগে ফিরে যেতে চাই, ফিরে পেতে চাই সে সোনালী অধ্যায়। কারণ সেই মধ্যযুগের উপর ভর করে টিকে আছে বর্তমান আধুনিক সভ্যতা।

জাবের ইবেনে হাইয়ান, আবুবরক আল রাযী, ইবনে ইসহাক, ইবনে সীনা, ইবনে জারীর তাবারী, প্রমুখ ব্যক্তিবর্গের কৃত কর্মের কারণে তোমরা আজ আধুনিক সভ্যতায় উত্তীর্ণ হয়েছো।

ইতিহাস তোমরা ভুলে গেছো, আমরা নয়। এজন্য হয়তো কোন এক দার্শনিক বলেছিলেন: "পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজিড়ি হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।" আমি আজ সে মধ্যযুগী সভ্যতাকে খুব মিস করি, যদি কোন টাইম মেশিন থাকতো তাহলে আজ আমি মধ্যযুগীয় সভ্যতাকে ফিরে পেতে চাইতাম। তাই তের দফা আমরা মুসলিম জাতির প্রণের দাবী।

বিষয়: বিবিধ

৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File