হায়রে মানবতা ! হায়রে দেশ প্রেম !!

লিখেছেন লিখেছেন নিশানা ২৬ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:১৭ রাত

হায়রে মানবতা , হায়রে দেশ প্রেম !

সাভার ট্রাজেডি নিয়ে নির্মম উপহাস,

উপার্জনক্ষম মরে,পরিবার করে উপবাস ,

মন্ত্রীর বালখিল্য বচনে বলি শেম, শেম ।

হায়রে মানবতা , হায়রে দেশ প্রেম !

চাঁপা পড়া অভাগার করূন আর্তনাদ,

যেথায় মানুষরুপী শয়তান গড়েছে মৃত্যূফাঁদ,

আর মৃত্যুপথযাত্রীর সাক্ষাতকারে সাংবাদিকের জ্যাম ।

হায়রে মানবতা , হায়রে দেশ প্রেম !

টিয়ার গ্যাস অহরহ, তবে জুটেনা অক্সিজেন,

কসাই ডাক্তার অসুধ নিয়ে গা ঢাকা দেন ,

শয়তানের দল তীর্যক হাসে,উল্লাসে মাতে হেরেম।

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File