হেফাজতে ইসলাম কোন নির্দিষ্ট দল নয়।

লিখেছেন লিখেছেন রাংগামাটি থেকে তাসফিহা ০১ এপ্রিল, ২০১৩, ১২:৪৭:২৫ দুপুর

ইদানিং আমাদের দেশের কিছু সূ-শীল (ভাল নাপিত) সমাজ হেফাজতে ইসলামের ৬ই এপ্রিলের লং মার্চকে ঘিরে নানা ধরনের কথা বিভিন্ন মিডিয়াতে বলতেছে। তাদের অনেকেরই বক্তব্য হেফাজতে ইসলাম জামাত-শিবিরের ছত্রছায়ায় পরচালিত। আমার ভাবতে অবাক লাগে,তারা কি মুসলিম? যদি তারা মুসলিম হত তা হলে হেফাজতে ইসলাম কি তা বুঝত। তাদের কাছে আমার একটি প্রশ্ন,ইসলামটা জামাত-শিবিরের বাপ-দাদার? এদেশে জামাত-শিবিরের সমর্থক ছাড়া আর কোন মুসলিম নেই?

আপনারা মনে রাখবেন এদেশের আপামর জনগন যারা আল্লাহ ও তার রাসূল মোহাম্মদ (সাঃ) কে ভালবাসে তারাই এই লংমার্চের আয়োজন করেছে। এখন আপনি যদি আল্লাহ ও তার রাসূল মোহাম্মদ (সাঃ) কে ভাল না বাসেন তা হলে এই লংমার্চে অংশগ্রহন করার কোন ধরকার নেই।

আমি মনে করি, বিএনপি,জামাত,জাতিয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক যারা আল্লাহ ও তার রাসূল মোহাম্মদ (সাঃ) কে ভালবাসে তারা এই লংমার্চে অংশগ্রহন করে উক্ত লংমার্চকে সফল করবে ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File