একজন মালালা ও পশ্চিমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা।

লিখেছেন লিখেছেন উসামা ইউসুফ ১৯ এপ্রিল, ২০১৩, ০৪:৩৫:৫৩ বিকাল

মালালা, এই নামটি পশ্চিমা দেশগুলিতে এখন বেশ আলচিত শব্দ। তাকে পাকিস্থানের একটি মফঃস্বল শহরের একটি কিশোরী থেকে আন্তর্জাতিক সেলিব্রেটিতে পরিনত করেছে পশ্চিমা দেশগুলি। অথচ যদি বলা হয় মালালার অবদান যতটুকু তার চেয়ে হাজারগুন বেশি যোগ্যতা সম্পন্ন মুসলিম নারী কি নেই ? তাকে নিয়ে এত নাচানাচি কেন?

এই কিশোরীটিকে নিয়ে পশ্চিমারা ভালই খেলা শুরু করেছে। তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন ব্যাক্তির মধ্যে স্থান দিয়েছে। হয়ত একদিন শান্তিতে নোবেলও দিয়ে দিবে। আসলে তারা অস্ত্র তৈরিতে খুবি দক্ষ। আর মালালাকে দুধ কলা দিয়ে বড় করা হচ্চে অস্ত্র হিসাবে ব্যাবহারের জন্য। হয়ত, একে দিয়ে পশ্চিমাদের শেখানো ( নখ ও দন্তহীন কেবল বিশ্বাস সর্বস্ব) ইসলাম মুসলিমদেরকে শেখানোর কাজটি করানো হবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। হয়ত একে নিজেরাই হত্যা করে কোন মুসলিম সংগঠনকে বলি পাঁঠা বানিয়ে নতুন কোন দেশ আক্রমণ করবে। আর এই ঘৃণ্য কাজের পক্ষে জনমত গড়ে তোলার জন্য BBC, CNN, AP, AFP ও সকল মুসলিম অধ্যুষিত দেশের কথিত সুশীলরা পশ্চিমাদের সেবাদাসের ভূমিকা পালন করবে।

বিষয়: রাজনীতি

১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File